সাইবার নিরাপত্তা বিষয়ে কর্মশালা

সাইবার নিরাপত্তা বিষয়ে কর্মশালা

  • নিজস্ব প্রতিবেদক

বর্তমান সময়ে ব্যবসা বাণিজ্য, কৃষি, শিক্ষা ও আর্থিক লেনদেন থেকে শুরু করে সবকিছুই ইন্টারনেট ভিত্তিক তথা সাইবার জগতে হওয়ায় এর নিরাপত্তা খুবই গুরুত্বপুর্ণ। বর্তমান বিশ্বে সাইবার আক্রমন জনিত কারণে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় হাজার বিলিয়ন মার্কিন ডলার। তাই দিনে দিনে সাইবার নিরাপত্তার বিষয়টি ঝুকিপূর্ণ হয়ে পড়ছে। বর্তমানে বাংলাদেশে এ সেক্টরে দক্ষ জনশক্তির যথেষ্ঠ অভাব রয়েছে। তাই আগামী ৩ অক্টোবর সোমবার ড্যাফোডিল 6ইন্টারন্যাশনাল একাডেমির উদ্যোগে, ডিআইইউ  মিলনায়তনে সাইবার সিকিউরিটি বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হবে।

উক্ত কর্মশালা পরিচালনা করবেন যুক্তরাষ্টের ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ড এর সাইবার সিকিউরিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইম পান্নাহ। কর্মশালায় অংশগ্রহনকারীরা শিখতে পারবেন How to Secure Critical ICT Infrastructure, Security Act, Standard Security Policy, Procedure and Guideline, Gap Analysis, Incident Response, Continues Security Monitoring, Server Security, Disaster Recovery Plan mn Cyber  জগতের সিকিউরিটির প্রয়োজনীয় সকল কলাকৌশল। সিকিউরিটি পেশায় নিয়োজিত ও সিকিউরিটি সেক্টরে কাজ করতে আগ্রহীরা তাদের দক্ষতা বৃদ্ধি, খুটি নাটি কৌশল এবং পেশাগত সমস্যা সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন।

৩০ সেপ্টেম্বরের মধ্যে রেজিষ্ট্রেশন করতে হবে। অংশগ্রহণকারীরা সনদ পাবেন। বিস্তারিত: daffodil.ac/cybersecurityfavicon59

Sharing is caring!

Leave a Comment