ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব কাল

ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব কাল

  • বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক

ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (৯ মে, ২০১৭)। রাজধানীর সোবহানবাগে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসবে প্রোগ্রামিং প্রতিযোগিতার এই আসর। দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য ২০১৫ সালে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের (আইসিটি) উদ্যোগে শুরু হয় মেয়েদের এই প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনজিপিপিএস)। শুরু থেকেই আয়োজনটির বাস্তবায়ন সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

বিডিওএসএন জানায়, এবার মোট ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১৫টি দল অংশ নিচ্ছে। এর আগে গত ৭ মার্চ অনুষ্ঠিত অনলাইন প্রতিযোগিতার ৩৬৩টি দলের মধ্যে থেকে ১১৫টি দলকে নির্বাচিত করা হয়। প্রথম বাছাই শেষে প্রতিযোগিতায় টেকা দলগুলো তালিকা মিলবে এখানে ক্লিক করলে

এই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য বাছাইকৃত দলগুলোকে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিডিওএসএন। ওই দিন দুপুর পর্যন্ত প্রতিযোগিতার পর বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিযোগিতায় বাংলাদেশের জাজিং প্ল্যাটফর্ম সহযোগী রয়েছে কোড মার্শাল।favicon59-4

Sharing is caring!

Leave a Comment