সফটওয়্যার টেস্টিং কর্মশালা

সফটওয়্যার টেস্টিং কর্মশালা

  • বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক

আন্তর্জাতিক মানসম্পন্ন সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার তৈরি করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং বোর্ডের (www.istqb.org) অধিভুক্ত ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) আগামি ২৮ অক্টোবর, ২০১৭ ইং ‘সফটওয়্যার টেস্টিং’ বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। উক্ত কর্মশালা পরিচালনা করবেন আই.এস.টি.কিউ.বি সার্টিফাইড টেস্ট ইঞ্জিনিয়ার। কর্মশালায় সফটওয়ার এ আন্তর্জাতিক মান দেওয়ার বিভিন্ন কৌশল দেখানো হবে।

দেশের বিভিন্ন সফটওয়্যার প্রতিষ্ঠানের সফটওয়্যার ডেভেলপার এবং সফটওয়্যার টেস্টিং ও কোয়ালিটি মেইন্টেনেন্সের সাথে জড়িত ও সংশ্লিষ্ট বিষয়ের ফ্রেস গ্র্যাজুয়েট, যারা সফটওয়্যার টেস্টিংকে পেশা হিসেবে নিতে চান, তারা এ কর্মশালায় অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২৬ অক্টোবর, ২০১৭। বিস্তারিত: ০১৭১৩-৪৯৩১৬৩, ৯১১৭২০৫, goo.gl/Y8K7WY।favicon59-4

Sharing is caring!

Leave a Comment