প্লাম্বগো একটি ডিজিটাল নোটবই

প্লাম্বগো একটি ডিজিটাল নোটবই

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : কাগজ-কলমের বিকল্প হিসাবে মাইক্রোসফট নিয়ে এলো নতুন একটি অ্যাপ। মূলত যারা এখনো হাতে লিখতে পারেন তাদের জন্য এই অ্যাপ। মাইক্রোসফট এই অ্যাপটির নাম দিয়েছে  প্লাম্বগো। উইন্ডোজ ৮.১ ও উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত ট্যাবে এটি চালানো যাবে।

মাইক্রোসফট বলছে, এটি একটি নোট বুক, যা হাতের লেখাকে মসৃণ এবং সুন্দর করবে। তাছাড়া এটি দিয়ে খুব সহজে লেখা পড়া যায়। এতে ইংক প্রযুক্তি, অপটিমাইজ টুল পিকার, কাগজ নির্বাচনের মতো বিভিন্ন ফিচার আছে।

মাইক্রোসফট রিসার্চ প্রকৌশল ব্যবস্থাপক গেভিন জাঙ্ক বলেন, ‘সারফেস ট্যাব ও এর সঙ্গে থাকা পেনটির সুবিধা আরও কীভাবে বাড়ানো যায় এবং নোট বইয়ের বিকল্প হিসেবে কীভাবে দাঁড় করানো যায়, সে চেষ্টা থেকেই নতুন অ্যাপটি তৈরি করা হয়েছে।’

এই অ্যাপটি দিয়ে ২৫ পাতার একটি ভারচুয়াল নোটবই তৈরি করা যাবে। সোয়াপ করলে একটির পর একটি পাতা উল্টে যাবে। favicon594

Sharing is caring!

Leave a Comment