সৌরজগতে নতুন গ্রহের সন্ধান

সৌরজগতে নতুন গ্রহের সন্ধান

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :

সৌরজগতে নতুন গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সৌরজগতের এক কোণে নতুন গ্রহ আবিষ্কারের  শক্তিশালী প্রমাণ মিলেছে বিজ্ঞানীদের কাছে। সংবাদ :  দ্য ইন্ডিপেন্ডেন্ট।

বিজ্ঞানীরা দাবি করেছেন সৌরজগতে তারা নতুন গ্রহের সন্ধান পেয়েছেন। সৌরজগতের শেষের অংশ নিয়ে নানা ধরনের গবেষণা ও গাণিতিক যুক্তির মাধ্যমে তারা এই দাবি করেন। তাদের প্রতিবেদনে আরও জানানো হয়, নতুন আবিষ্কৃত গ্রহটি সূর্যের চারপাশে অজানা কক্ষপথে ঘুরছে।

মাইক ব্রাউন জানান, ‘সৌরজগতের কুইপার বেল্ট অঞ্চলে উল্লেখযোগ্যভাবে বস্তুর নড়াচড়া লক্ষ্য করা গেছে। কুইপার বেল্ট অঞ্চলটি নেপচুনের কক্ষপথের উপরে অবস্থিত। ধারণা করা হয় অঞ্চলটি ধূমকেতু, গ্রহাণু ও বরফের তৈরি।’ তিনি আরও বলেন, ‘সেই রহস্যময় বস্তুটিই হতে পারে আমাদের নতুন গ্রহ বা প্ল্যানেট নাইন।’

তবে বিজ্ঞানীদের এই নতুন আবিষ্কারের বিষয়টি এখনো অন্য বিজ্ঞানীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়নি বলে জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। favicon59

Sharing is caring!

Leave a Comment