ভূমিকম্পের ক্ষতি থেকে রক্ষা করবে চুম্বক প্রযুক্তি

ভূমিকম্পের ক্ষতি থেকে রক্ষা করবে চুম্বক প্রযুক্তি

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক 

চুম্বক ও বিশেষ মোটর ব্যবহার করে ভূমিকম্পের হাত থেকে ক্ষতি এড়ানোর কৌশল প্রয়োগ করতে চলেছে এক নির্মাণ সংস্থা।

ভূমিকম্পে সবকিছু ধ্বসে যায়। বিপুল ক্ষয়-ক্ষতির শিকার হতে হয়ে। আর্ক্স প্যাক্স’ নামের একিটি নির্মাণ সংস্থা এসব ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা করতে নতুন প্রযুক্তি প্রয়োগ করতে চলেছে। সংস্থাটি দাবি করেছে, কম্পনের সময় বহু নির্মাণ ধসে পড়লেও নয়া প্রযুক্তিতে তৈরি বাড়ির কোনো ক্ষতি হবে না। এই প্রযুক্তিতে বাড়ি তৈরি করার সময় বিশাল আকৃতির চুম্বক ব্যবহার করা হবে। আর এর ফলে ভূমিকম্পে মাটি  কম্পিত হলেও তার স্পর্শ এড়ানো সম্ভব হবে।

সংস্থাটি আরো জানায়, এই প্রযুক্তিতে বড় আকারের চুম্বকের সঙ্গে হোভার ইঞ্জিনও ব্যবহার করা হবে। বিশেষভাবে ভূমিকম্প রোধক ভিত তৈরি করা হবে। ‘শেক অ্যালার্ট’ সফটওয়্যারের সাহায্যে ভূমিকম্পের পূর্বাভাস জানা যাবে নতুন এই প্রযুক্তিতে।

ভূমিকম্প শুরুর আগে কেন্দ্রীয় নিয়ন্ত্রক ব্যবস্থায় সতর্কবার্তা পাঠায় ‘শেক অ্যালারট’। আর তখনি চুম্বক এবং হোভার ইঞ্জিনের সাহায্যে ভূমি থেকে একটু ওপরে উঠে যায় বাড়িটি। তাই প্রযুক্তিবিদদের ধারণা, এই প্রযুক্তিতে ভূমিকম্পের ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। favicon59

Sharing is caring!

Leave a Comment