যেসব কারণে ধ্বংস হয়ে যাবে পৃথিবী !

যেসব কারণে ধ্বংস হয়ে যাবে পৃথিবী !

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্কি

ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, গ্রহাণুপুঞ্জ, রোবোট এবং মারণাত্মক ভাইরাস পৃথিবীতে মানবজাতির অস্তিত্ব বিলুপ্ত করার ক্ষমতা রাখে।

এর পাশাপাশি পরিবেশের বিপর্যয় সৃষ্টিকারী পরিবর্তন, পারমাণবিক যুদ্ধ আর প্রাকৃতিক দুর্যোগও পৃথিবী ধ্বংসের কারণ হতে পারে বলে তাদের ধারণ। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল চ্যালেঞ্জেস ফাউন্ডেশন এবং গ্লোবাল প্রায়োরিটিস্ প্রজেক্ট তাদের এক রিপোর্টে বলেছে মানবজাতির জন্য মারাত্মক এইসব ঝুঁকির মোকাবেলায় পৃথিবীর বিভিন্ন দেশের যথাযথ কোনো প্রস্তুতি নেই। এসব ঝুঁকির কারণে বিশ্বের দশ শতাংশেরও বেশি জনগোষ্ঠি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে তারা দাবি করেছেন।

গ্লোবাল প্রায়োরিটিস্ প্রজক্টের পরিচালক স্টিফেন ফারখার বিবিসিকে জানান, ”সত্যিই পৃথিবী এখন ঝুঁকির দ্বারপ্রান্তে।তবে এসব হয়তো এক বছরে ঘটবে না, কিন্তু এগুলো ঘটার সম্ভাবনা অনেক বেশি। তাছাড়া এধরনের বিপর্যয় আমাদের এই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে।”

উদাহরণ হিসেবে ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লুতে লাখ লাখ মানুষ মরার ঘটনাকে সামনে আনেন তিনি। তিনি বলেন, ”ইতিহাস আমাদের দেখিয়েছে এসব আশংকা অমূলক নয়। আমরা হয়তো ভাবি এসব ঘটার বাস্তব সম্ভাবনা কম। তবে আমাদের এ ধারণা একদমই সঠিক নয়।”

ওই প্রতিবেদনে বলা হয়, আগামী পাঁচ বছরে মানবজাতির জন্য সবচেয়ে বড় হুমকী হবে গ্রহাণুপুঞ্জের আঘাত, আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং অজ্ঞাত ঝুঁকি। এর মধ্যে কিছু ঝুঁকি প্রাকৃতিক। আবার কিছু ঝুঁকি মানুষের মাধ্যমে তৈরি।

রিপোর্টে পৃথিবী ধ্বংসের জন্য বিজ্ঞানের অগ্রগতিকেও দায়ি করা হয়েছে। বলা হয়েছে বিভিন্ন পারমাণবিক অস্ত্র উৎপাদন পৃথিবীর অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিয়েছে। এছাড়া  জীববিজ্ঞানের নানা কৃত্রিম কর্মকাণন্ডের কারণে  তৈরি হচ্ছে নতুন ধরনের মারণাত্মক সব ভাইরাস। যা মানুষের জন্য সত্যিই খুব ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে।

সূত্র : বিবিসি অনলাইন। favicon59

Sharing is caring!

Leave a Comment