কৃত্রিম পাহাড় থেকে বৃষ্টি নামবে

কৃত্রিম পাহাড় থেকে বৃষ্টি নামবে

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবার কৃত্রিম পাহাড় বানাবে। এই পাহাড়টির নাম হবে ‘বৃষ্টির পাহাড়’। আর এটি তৈরি হবে দেশটির রাজধানী শহর দুবাইতে। দেশটির নগর কর্তৃপক্ষ দাবি করেছেন,  মরুভূমির এই দেশটিতে কৃত্রিম পাহাড় সেখানে বৃষ্টিপাতে বাধ্য করবে।

artificial-rain-2

এর আগে কৃত্রিম মেঘ তৈরি করেছিল দুবাই। কিন্তু এবার স্থায়ীভাবে ‘বৃষ্টির পাহাড়’ তৈরি করবে দেশটি। বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় ক্লাউড সিডিং।

তবে পাহাড়টি কত বড় হবে তা এখনো নিশ্চিত করে বলেনি দেশটি। আরব আমিরাতে ক্লাউড সিডিং পদ্ধতির মাধ্যমে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে আমিরাতের তাপমাত্রা কমিয়ে আনার জন্য এসব টিমের গবেষণা বাবদ ৫০ লাখ ডলার বরাদ্দ করা হয়েছে।

এই প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন মার্কিন বিশেষজ্ঞ রলফ ব্রুন্টেজেস। তিনি জানান, ‘এই ধরনের পাহার তৈরি করা বেশ কঠিন কাজ। আমরা এ্টি নিয়ে দ্রুত কাজ করবো। প্রাথমিকভাবে আমরা উচ্চতা, প্রশস্ততা ও জায়গা নিয়ে কাজ করছি। এ ব্যাপারে স্থানীয় আবহাওয়াবিদরা আমাদের সহযোগীতা করছেন।’

এটার খরচ নিয়ে জনাব রলফ বলেন, ‘আপাতত এই প্রকল্পের খরচ নিয়ে অগ্রিম কিছু বলা সম্ভব নয়। যখন এটির কাজ নিয়ে পরিকল্পনা শেষ হবে। তখন এটির খরচ জানা যাবে এবং তখন দেখা যাবে এটা করা আসলেই সম্ভব কি না।’

রলফ ব্রুন্টেজেস আরো জানান, কৃত্রিম এই পাগাড় যদি বৃষ্টি নামাতে সক্ষম হয়, তবে তা বিশ্বে মরুপ্রবণ অঞ্চলের জন্য এটা মাইলফলক  হবে। favicon59

 

Sharing is caring!

Leave a Comment