ফেসবুকে রিঅ্যাকশন বাটন

ফেসবুকে রিঅ্যাকশন বাটন

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : এতোদিন  ফেসবুকের পোস্ট বা ছবিতে লাইক দিয়ে অনুভূতি বোঝানো যেত না। তবে এবার থেকে এই অনুভূতি প্রকাশ তরা যাবে সহজেই। কারণ ফেসবুকের লাইক বাটনে যুক্ত হয়েছে বেশকিছু রিঅ্যাকশন ফিচার। যা দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করা হবে।

অনেকেই ফেসবুকে স্ট্যাটাস বা ছবিতে কমেন্টের পরিবর্তে লাইক দেয়।  অর্থাৎ আনন্দের স্ট্যাটাস/ছবিতে যেমন লাইক, তেমনি বেদনার স্ট্যাটাস/ছবিতেও লাইক। যেটা অনেক সময় দৃষ্টিকটু মনে হতো। কারণ কোনো দু:খের বা রাগ সৃষ্টিকারী পোস্টে প্রতিক্রিয়া প্রকাশ করার উপায় ছিল না।

আর এই সমস্যার সমাধানে ফেসবুক কর্তৃপক্ষ এবার চালু করেছে ‘লাইক’ বাটনের পরিবর্তে ‘রিঅ্যাকশনস বাটন’। নতুন এই রিঅ্যাকশনস বাটনটিতে মোট ৬টি আইকন রয়েছে। আইকনগুলো হচ্ছে- লাইক, লাভ, হাহা, ওয়াও, স্যাড ও অ্যাংরি। favicon594

Sharing is caring!

Leave a Comment