শব্দ সংখ্যা বাড়ছে না টুইটারের

শব্দ সংখ্যা বাড়ছে না টুইটারের

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

আপাতত পরিবর্তন হচ্ছে না মাইক্রোব্লগিং সাইট হিসেবে জনপ্রিয় টুইটারের শব্দসংখ্যা বাড়ানোর পরিকল্পনা। ১৪০ শব্দেই সীমাবদ্ধতাই আটকে থাকছে টুইটার।

টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি বলেন,‘আগের মতোই থাকছে টুইটার। আমরা সংক্ষিপ্ত শব্দের মধ্যেই স্মৃতিগুলো ধরে রাখতে চাই।’ আগামী ২১ মার্চ ১০ বছর পূর্ণ হবে টুইটারের। এই উপলক্ষে এক সাক্ষাৎকারে এ কথা বলেন ডরসি। টুইটারে প্রথম টুইটটি তিনিই করেছিলেন। আর তার টুইটটি ছিল ‘Just setting up my twttr.’

আরো বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছাতে চায় টুইটার। ১০ বছর পূর্তিতে এটিই তাদের লক্ষ্য। আর সেজন্য নতুন নতুন সুবিধা যোগ করছে তারা। টাইমলাইনেও আনা হচ্ছে পরিবর্তন। favicon59

Sharing is caring!

Leave a Comment