অ্যালবাম বানাবে গুগল ফটোজ

অ্যালবাম বানাবে গুগল ফটোজ

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : 

গুগল ফটোজ অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে অনেক কিছুই করে থাকে। তবে এখন থেকে গুগলের এই অ্যাপটি অ্যালবাম বানাতে পারবে। একসাথে রেখে দেওয়া কিছু ছবি থেকে গুগল ফটোজ নিজে থেকেই সেরা ছবিগুলো বাছাই করতে পারবে। আবার সেই ছবিগুলো দিয়ে একটি অ্যালবামও প্রকাশ করতে পারবে অ্যাপটি। এছাড়াও থাকছে আরো কিছু স্মার্ট সুবিধা।

এই অ্যাপের মাধ্যমে মোবাইলে নতুন ছবি যুক্ত হলেই গুগল ব্যবহারকারীকে একটি অ্যালবাম করার পরামর্শ দেবে এবং তাতে যুক্ত হবে ছবি তোলার জায়গার মানচিত্র। একটি পিন দিয়ে সেই জায়গাটি নির্দিষ্ট করা থাকবে। তবে অ্যালবামের জন্য শিরোনাম এবং ক্যাপশনও দেওয়ার সুযোগ থাকবে।

চলতি বছরের মাঝামাঝি সময়ে যাত্রা শুরু হয় গুগল ফটোজের। এখন পর্যন্ত ১০ কোটিরও বেশি মানুষ ব্যবহার করছে গুগল ফটোজ অ্যাপটি।
সূত্র : দি ম্যাশেবল।  favicon59

Sharing is caring!

Leave a Comment