মেসেঞ্জারে যুক্ত হলো গ্রুপ কলিং ফিচার

মেসেঞ্জারে যুক্ত হলো গ্রুপ কলিং ফিচার

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক 

এবার ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ কলিং সুবিধা চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এখন থেকে মেসেঞ্জার ব্যবহারকারকারীরা একই সময়ে একাধিক ব্যবহারকারী সঙ্গে কথা বলতে পারবেন।

এতোদিন ফেসবুক মেসেঞ্জারে মাত্র দুইজন একে অন্যের সাথে কথা বলতে পারতেন। তবে এখন থেকে সর্বোচ্চ ৫০ জন ব্যবহারকারী একসাথে কথা বলতে পারবেন। গ্রুপ কলিং সুবিধা যুক্ত হওয়ায় ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।

গ্রুপ কলিংয়ের জন্য চ্যাটবক্সের পাশের ফোন আইকনে বাটনে ক্লিক করতে হবে তারপার আপনি যাদের সাথে কথা বলতে চান তাদেরকে নির্বাচন করতে হবে। এরপর আপনি নির্বাচিত বন্ধুদের গ্রুপ কল করতে পারবেন। অবশ্য এজন্য আপনাকে ডায়াল বাটনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে সবার কাছে একসঙ্গে কল চলে যাবে। কিন্তু সবাই যদি কল রিসিভ করে তবেই   গ্রুপ কনভারসেশন শুরু হবে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফিচারটি শুধুমাত্র মেসেঞ্জারের সর্বশেষ আপডেট ভার্সনে পাওয়া যাবে। favicon59

Sharing is caring!

Leave a Comment