প্রতিবন্ধী শিশুদের যোগাযোগ দক্ষতা বাড়াতে অ্যাপ

প্রতিবন্ধী শিশুদের যোগাযোগ দক্ষতা বাড়াতে অ্যাপ

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

বাংলাদেশে প্রতিবন্ধী শিশুদের জীবনমান উন্নত করতে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ ও সূচনা ফাউন্ডেশন যৌথভাবে একটি অ্যাপ উন্মোচন করেছে। ‘লুক অ্যাট মি’ নামক অ্যাপটির উদ্বোধন করেন সূচনা ফাউন্ডেশন ও বাংলাদেশ ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারসের (এনএসিএএনডি) চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন।

অ্যাপ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সিয়ং-ডু, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সেং ওয়ান ইউন, স্যামসাং রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ওয়ানমো কুসহ স্যামসাং ও সূচনা ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূচনা ফাউন্ডেশন ও স্যামসাং প্রযুক্তির সহায়তায় প্রতিবন্ধী শিশুদের যোগাযোগ দক্ষতা বাড়াতে যৌথভাবে কাজ করছে। ‘লুক অ্যাট মি’ অ্যাপ যোগাযোগ দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের চারপাশের মানুষের সঙ্গে সম্পর্ক গভীর করতে সহায়তা করবে। কারো সঙ্গে দৃষ্টি সংযোগ করা এবং নিজেদের অনুভূতি প্রকাশের ক্ষেত্রে প্রতিবন্ধী শিশুদের সহায়তা দেবে এ অ্যাপ। কানাডা ও কোরিয়ায় এ অ্যাপ সফলতা পাওয়ার পর বাংলাদেশে উন্মোচন করা হয়েছে।

শিশুদের ক্যামেরার প্রতি আগ্রহ কাজে লাগিয়ে মনোযোগ আকর্ষণ করবে এ অ্যাপ। এর মাধ্যমে প্রতিবন্ধী শিশুরা অন্য ব্যক্তির মনোভাব বুঝতে পারবে। বিভিন্ন চেহারা মনে রাখতে পারবে এবং বিভিন্ন মনোভাব ও ভঙ্গি অনুকরণ করে নিজেদের ছবি তুলতে পারবে। অ্যাপটির সাতটি আনন্দময় ও ইন্টারঅ্যাক্টিভ মিশন শিশুদের মনোযোগ ধরে রাখবে, উপরন্তু পয়েন্ট সিস্টেম, বিভিন্ন পুরস্কার এবং অডিও বা ভিজুয়াল ইফেক্ট তাদের আগ্রহ ধরে রাখতে সাহায্য করবে। ‘লুক অ্যাট মি’ অ্যাপের মিশনগুলোয় শিশুর পাশাপাশি মা-বাবা অথবা ট্রেইনারের অংশগ্রহণও থাকতে হবে।

বাংলাদেশে প্রযুক্তি ব্যবহার করে প্রতিবন্ধী শিশুদের সহযোগিতার ক্ষেত্রে এটিই প্রথম অ্যাপ। দেশের পরিপ্রেক্ষিতে অ্যাপটির কারিকুলাম বা কার্যক্রম তৈরি করেছে স্যামসাং রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ। বাংলাদেশে এই অ্যাপের উদ্বোধন উপলক্ষে স্যামসাং ও বাংলাদেশ সূচনা ফাউন্ডেশন এনএসিএএনডি চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেনের কাছে ‘লুক অ্যাট মি’ অ্যাপ ইনস্টল করা ১০০টি স্যামসাং গালাক্সি ট্যাব হস্তান্তর করে। favicon59-4

Sharing is caring!

Leave a Comment