ফেসবুকে লাইভ : প্রতারণার ফাঁদে লাখো ব্যবহারকারী

ফেসবুকে লাইভ : প্রতারণার ফাঁদে লাখো ব্যবহারকারী

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

মার্ক জাকারবার্গ নিত্য নতুন ফিচার যুক্ত করছেন ফেসবুকে। ইদানীং যুক্ত হয়েছে লাইভ ভিডিও, সঙ্গে যুক্ত হয়েছে প্রতারণার নতুন মাত্রাও! ফেসবুকে সরাসরি সম্প্রচারের নামে দেখানো হচ্ছে পুরনো ভিডিও। ১৮ মিনিটের ভিডিও দেখানো হয়েছে ৪ ঘণ্টা! ভিডিওর শিরোনাম দেয়া হচ্ছে আকর্ষণীয় কিন্তু শেষ পর্যন্ত মিল পাওয়া যাচ্ছে খুব কম। না বুঝে ব্যবহারকারীরাও পা দিচ্ছেন এসব প্রতারণার ফাঁদে। নষ্ট করছেন মূল্যবান সময়।

সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এমন তথ্য। বলা হয়েছে, ফেসবুকের একটি লাইভ ভিডিও কয়েক লাখ বার দেখা হয়েছে কিন্তু ভিডিওটিতে যা দাবি করা হচ্ছে প্রকৃতপক্ষে তা সত্য নয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে মহাকাশ থেকে ধারণকৃত বলে ২৬ অক্টোবর প্রচারিত ‘লাইভ’ ভিডিওটিও সরাসরি সম্প্রচারিত ছিল না বলে প্রমাণ পাওয়া গেছে। অথচ মহাকাশ স্টেশনের রক্ষণাবেক্ষণ কাজের ওই ভিডিওটি দেখেছেন প্রায় ৬০ লাখ দর্শক।

এছাড়া ৩ নভেম্বর ইন্টারস্টিনেইট ও ইউএসএ ভাইরাল নামের ফেসবুক পেজ থেকে এমন ভিডিও পোস্ট করা হয়। ইউএসএ ভাইরাল পেজের ভিডিওটিতে প্রায় দুই হাজার ফুট উঁচু একটি টাওয়ারের বাল্ব পরিবর্তন করার দাবি করা হয়েছিল। ১৮ মিনিটের ওই মূল ভিডিওটি ঘুরে ফিরে দর্শকদের প্রায় চার ঘণ্টা লাইভ দেখানো হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, একই ধরনের একটি ভিডিওর কপি ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর ৪টা ৩৮ মিনিটে (ইউটিসি) ইউটিউবে প্রদর্শিত হয়েছে। যেখানে দাবি করা হয়েছে ভিডিওটি দক্ষিণ ডাকোটার রোয়েনাতে অবস্থিত কেডিএলটি টাওয়ারের চূড়াতে অ্যান্টেনা পরীক্ষা করা হচ্ছিল।

পরে এটিই ফেসবুক লাইভ ভিডিওতে নোটিফিকেশনের মাধ্যমে লাখ লাখ ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করে। পেজের শীর্ষে লেখা ছিল ‘লুক অ্যাট দি স্ক্রিনবার্গ’। ভিডিওটি ৬০ লাখ বার দেখা হয়েছে, প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় ২ লাখ ৫১ হাজার ব্যবহারকারী এবং ৫৪ হাজারেরও বেশি শেয়ার হয়েছে ভিডিওটি। সে যাইহোক ফেসবুক লাইভ ভিডিও প্রচারের মাধ্যমে তার আর্থিক খাতের বেশ উন্নতি করছে। এটি প্রতিষ্ঠানটির রাজস্ব প্রবাহও বাড়িয়েছে। সম্প্রতি তারা ব্রিটেনের টেলিভিশনে লাইভ ভিডিওর সুযোগ সুবিধা নিয়ে বিজ্ঞাপণও প্রচার করছে।

ফেসবুকের লাইভ ভিডিও সেবাটি এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে। তবে সম্প্রতি ফ্রান্সে পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা এবং যুক্তরাষ্ট্রের শিকাগোতে এক যুবকের আত্মহত্যার ঘটনাটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হয়েছে। যা প্রকৃতপক্ষে অনলাইনে সরাসরি সম্প্রচারের বিপদকেই সবার সামনে তুলে ধরেছে। সব মিলিয়ে লাইভ ভিডিওর মাধ্যমে বাড়ছে প্রতারণার নানান ধরনের ফাঁদ ও বিপদের আশঙ্কা।

সূত্র : বিবিসি favicon59-4

Sharing is caring!

Leave a Comment