২০০ কোটি ডিভাইসে ক্রোম ব্রাউজার: গুগল

২০০ কোটি ডিভাইসে ক্রোম ব্রাউজার: গুগল

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

ইন্টারনেট ব্রাউজার হিসেবে গুগল ক্রোমের জনপ্রিয়তা বাড়ছেই। বর্তমানে ইন্টারনেট ব্রাউজ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহূত হচ্ছে ক্রোম। মোবাইল ও ডেস্কটপ মিলে এখন ২০০ কোটির বেশি সক্রিয় ডিভাইসে ক্রোম ব্রাউজার ইনস্টল রয়েছে। গত বৃহস্পতিবার এক ঘোষণায় এমন তথ্যই জানিয়েছে গুগল। খবর ডিজিটাল ট্রেন্ড।

গুগলের বিবৃতি অনুযায়ী, সাম্প্রতিক পরিসংখ্যানের অর্থ এই নয় যে, বর্তমানে ২০০ কোটির বেশি মানুষ প্রতিদিন সক্রিয়ভাবে ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন। ব্রাউজারটির ইনস্টল ২০০ কোটি ডিভাইস ছাড়িয়েছে। গত এপ্রিলের হিসাব অনুযায়ী, বিশ্বব্যাপী শতকোটি মানুষ এ ব্রাউজার ব্যবহার করছেন। কিন্তু গত মে মাস থেকে এ পর্যন্ত ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে অনেকাংশে।

বৃহস্পতিবার সান ফ্রান্সিসকোয় অনুষ্ঠিত ক্রোম ডেভেলপমেন্ট সম্মেলনে ক্রোম প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডারিন ফিশার বলেন, কিছু অর্জন গুগলের মতো প্রযুক্তি জায়ান্টকেও গর্বিত করে। বহুল ব্যবহূত ক্রোম ব্রাউজার এমনই এক মাইলফলক অতিক্রম করেছে।

তিনি বলেন, স্মার্টফোন ও ট্যাবলেটের মতো মোবাইল ডিভাইস ও ডেস্কটপ কম্পিউটার মিলে গুগল ক্রোম ইনস্টল নতুন এ মাইলফলক অতিক্রম করেছে। গুগলের কোনো পণ্য এবারই প্রথম ২০০ কোটি ইনস্টলের মাইলফলক অতিক্রম করল।

বর্তমানে গুগলের সাতটি সেবা শতকোটির বেশি মানুষ স্বক্রিয়ভাবে ব্যবহার করছেন। জনপ্রিয় এ সেবাগুলোর মধ্যে রয়েছে— জিমেইল, অ্যান্ড্রয়েড, ম্যাপস, সার্চ, ইউটিউব, গুগল প্লে-স্টোর ও ক্রোম ব্রাউজার।

ডারিন ফিশার বলেন, ইন্টারনেট ব্যবহারের জন্য অসংখ্য ব্রাউজার আছে। লক্ষণীয় হলো কেন মানুষ ক্রোম ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। কারণ ক্রোম ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীদের আমরা সবসময় সর্বশেষ ও সর্বোত্কৃষ্ট ব্রাউজিং অভিজ্ঞতা দিয়ে যাচ্ছি। নিরন্তর এ চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, স্বক্রিয় ব্যবহারকারী হিসেবে আমরা যে সংখ্যা গণনা করেছি এর বাইরেও অনেক মানুষ আছেন, যারা সেকেন্ডারি ব্রাউজার হিসেবে ক্রোম ব্যবহার করছেন। অর্থাত্ ডিভাইসে ক্রোম ইনস্টল করা থাকলেও তারা অন্য কোনো ব্রাউজার ব্যবহার করেন। কিন্তু প্রয়োজনে ক্রোম ব্যবহার করেন। এছাড়া এমন অনেকে আছেন, যারা স্থায়ীভাবে ক্রোম ব্রাউজার ব্যবহারের কথা ভাবছেন।

ডারিন ফিশার বলেন, ইন্টারনেট ব্যবহারকারীদের দ্রুত, নিরাপদ ব্রাউজিং সুবিধা দিতেই ক্রোম চালু করা হয়েছিল। গ্রাহকদের নিত্যনতুন সুবিধা দিতে আমাদের মিশন এখনো বাকি। ২০০ কোটি ইনস্টলের মাইলফলক অতিক্রম স্মরণীয় একটি বিষয়। ব্রাউজারটি নিয়ে আরো অনেক দূর যেতে চাই।

বিশ্লেষকদের মতে, ব্রাউজার বাজারে গুগল ক্রোম খুব অল্প সময়ে জায়গা দখল করে নিতে পেরেছে। ইন্টারনেট দুনিয়ায় বহুল ব্যবহূত ব্রাউজারগুলোর মধ্যে ক্রোম তাই এগিয়ে রয়েছে। দ্রুতগতি, সহজে ব্যবহারযোগ্য এবং অসংখ্য এক্সটেনশনের কারণে অল্প সময়ের মধ্যে ব্যবহারকারীদের মাঝে জায়গা করে নিয়েছে এ ব্রাউজার।

বর্তমানে অনলাইন বিজ্ঞাপন বাজার প্রসারিত হচ্ছে। ব্রাউজিং করতে গেলে ওয়েবসাইটের বিভিন্ন বিজ্ঞাপন মেজাজ খারাপের কারণ হয়ে ওঠে। হয়তো গুরুত্বপূর্ণ কোনো একটি লেখা মনোযোগ সহকারে পড়ছেন, সে সময় স্বক্রিয়ভাবে বিজ্ঞাপন এসে সামনে ঘুরছে। অথবা ইউটিউবে কোনো একটি ভিডিও দেখছেন, কিন্তু হঠাত্ করে বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে। এজন্য ক্রোম ব্রাউজারে আছে অ্যাডব্লক ফিচার, যা সব ধরনের বিরক্তিকর বিজ্ঞাপন থেকে ব্যবহারকারীকে মুক্ত রাখবে। এই এক ফিচারের কারণেই ক্রোম ব্যবহারকারী বেড়েছে কয়েক গুণ। favicon59-4

Sharing is caring!

Leave a Comment