৩২ বছরে উইন্ডোজ!

৩২ বছরে উইন্ডোজ!

  • বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক 

৩১ বছর পূর্ণ করল মাইক্রোসফট উইন্ডোজ। ১৯৮৩ সালে প্রথম এ অপারেটিং সিস্টেমের ঘোষণা দেয়া হয়। কিন্তু এরও দুই বছর পর অর্থাত্ ১৯৮৫ সালের ২০ নভেম্বর বাজারে ছাড়া হয় উইন্ডোজ ১.০। বর্তমানে বিশ্বব্যাপী ৭৫ শতাংশ ডেস্কটপ কম্পিউটারেই ব্যবহার হচ্ছে উইন্ডোজ। এ অপারেটিং সিস্টেম দিয়েই প্রতিটি পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে মাইক্রোসফট এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বিল গেটস অধিষ্ঠিত হয়েছেন বিশ্বের শীর্ষ ধনীর আসনে। জনপ্রিয় এ অপারেটিং সিস্টেমটির ১২টি চমকপ্রদ তথ্য নিয়ে আয়োজনের আজ প্রথম পর্ব—

ইন্টারফেস ম্যানেজার

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের প্রথম সংস্করণকে উইন্ডোজের পরিবর্তে ‘ইন্টারফেস ম্যানেজার’ নামকরণ করতে চেয়েছিলেন বিল গেটস। তিনি তার চাওয়া থেকে সরে না এলে আজ হয়তো ইন্টারফেস ম্যানেজার নামেই পরিচিতি পেত জনপ্রিয় উইন্ডোজ অপারেটিং সিস্টেম।

উইন্ডোজ ১.০ অ্যাপ

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের প্রথম সংস্করণকে পার্সোনাল কম্পিউটারের (পিসি) সক্রিয় ব্যবহারকারীদের জন্য ইউনিক সফটওয়্যার হিসেবে আখ্যায়িত করেছেন গেটস। উইন্ডোজ ১.০ সংস্করণের নকশাও করা হয়েছে সেভাবেই। ওএসটিতে পয়েন্ট এবং ক্লিক করে বিভিন্ন প্রোগ্রাম চালুর সুবিধা ছিল। এতে পেইন্ট, ক্যালকুলেটর, কার্ডফাইল, নোটপ্যাড এবং রাইট এ ওয়ার্ড প্রসেসরের মতো ফিচারগুলো ছিল।

সাইজ ১ মেগাবাইটের কম

উইন্ডোজ ১.০-এ ১৬-বিট রঙিন ইন্টারফেস ছিল। আর এ অ্যাপ্লিকেশনের সাইজ ছিল ১ মেগাবাইটের কম। পিসিতে সফটওয়্যারটি ইন্সটলের জন্য ন্যূনতম ২৫৬ কিলোবাইটের দুটি ডাবল-সাইডেড ফ্লপি ডিস্ক ড্রাইভ এবং একটি গ্রাফিকস অ্যাডাপ্টার কার্ড থাকা আবশ্যক ছিল।

প্রথম প্রেস কিট

উইন্ডোজের প্রথম সংস্করণ উন্মোচন কেন্দ্র করে প্রথম প্রেস কিট পাঠায় মাইক্রোসফট। এটি তৈরি করা হয় একটি ধোয়া কাপড়ের প্রান্ত বরাবর বিশেষ ধরনের রাবারের সমন্বয়ে।

উইন্ডোজ এনটি

উইন্ডোজের প্রথম সংস্করণের সাফল্যের ধারাবাহিকতার অংশ হিসেবে উইন্ডোজ এনটি উন্নয়ন করে মাইক্রোসফট। এটিই ছিল প্রতিষ্ঠানটির প্রথম এবং অরিজিনাল ৩২-বিট উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এটিকে পোর্টেবল সিস্টেমসও বলা হতো। বিজনেস গ্রাহকদের কথা বিবেচনায় নিয়ে এর নকশা করা হয়।

শীর্ষ সফটওয়্যার কোম্পানির  আসনে মাইক্রোসফট

১৯৮৫ সালে উন্মুক্ত করা হলেও পরবর্তীতে সফটওয়্যারটির বেশকিছু ত্রুটি সারাই করা হয়। ফলে ১৯৮৮ সালে বিক্রির দিক থেকে বিশ্বের শীর্ষ পিসি সফটওয়্যার নির্মাতার আসন দখল করে মাইক্রোসফট। নব্বইয়ের দশকে উইন্ডোজ ১.০ অপারেটিং সিস্টেম দিয়ে পিসি ওএস বাজারে একচেটিয়া ব্যবসা করে সংশ্লিষ্টরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া favicon59-4

Sharing is caring!

Leave a Comment