ড্যাফোডিলের উদ্যেগে নাইজেরিয়ায় ‘স্কুল অব ইঞ্জিনিয়ারিং’

ড্যাফোডিলের উদ্যেগে নাইজেরিয়ায় ‘স্কুল অব ইঞ্জিনিয়ারিং’

  • ক্যাম্পাস ডেস্ক

নাইজেরিয়ায় ‘স্কুল অব ইঞ্জিনিয়ারিং’ প্রতিষ্ঠার উদ্যোগ নিল  দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। নাইজেরিয়ায় সফটওয়্যার, টেক্সটাইল ও জনস্বাস্থ্য বিষয়ক শিক্ষা প্রসারের উদ্দেশ্যে আল কালাম ইউনিভার্সিটি কাৎসিনা (এইউকে)-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি সাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংবিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিংয়ারিং বিভাগ ও মাস্টার্স অব পাবলিক হেলথ বিভাগ। গত ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়। সমঝোতা চুক্তিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং আল কালাম ইউনিভার্সিটি কাৎসিনার উপাচার্য অধ্যাপক সেহু গার্কি আদাও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সাক্ষর করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ। এই চুক্তি সাক্ষরের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নাইজেরিয়ায় তাদের শিক্ষাকার্যক্রম সম্প্রসারিত করল।

উল্লেখ্য, আল কালাম ইউনিভার্সিটি কাৎসিনা ২০০৫ সাল থেকে নাইজেরিয়ায় প্রথম ইসলামিক ইউনিভার্সিটি হিসেবে শিক্ষা বিস্তারে কাজ করছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি মানবিক ও বিজ্ঞান বিষয়ে শিক্ষা প্রদান শুরু করেছে। বিশ্ববিদ্যালয়টিতে প্রকৌশল স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে আল কালাম ইউনিভার্সিটি কাৎসিনার উপাচার্য অধ্যাপক সেহু গার্কি আদাও এবং শিক্ষা পরিকল্পনা বিভাগের পরিচালক আলহাজ মুহাম্মদ লাওয়াল লামিদো ১৩ ডিসেম্বর বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে আসেন। এসময় তারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ,  টেক্সটাইল ইঞ্জিনিংয়ারিং ও জনস্বাস্থ্য বিভাগের গবেষণাগার পরিদর্শন করেন এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংবিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিংয়ারিং বিভাগ ও পাবলিক হেলথ বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠকে মিলিত হন।

Sharing is caring!

Leave a Comment