ড্যাফোডিলে ‘আইওটি গবেষণা’ শীর্ষক সেমিনার

ড্যাফোডিলে ‘আইওটি গবেষণা’ শীর্ষক সেমিনার

  • ক্যাম্পাস ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ও কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের  সহযোগিতায় ‘আইওটি গবেষণা’ শীর্ষক এক সেমিনার গতকাল মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের এন্টারপ্রাইজ আর্কিটেক্ট ও সিনিয়র প্রজেক্ট ম্যানেজার আশিকুল ইসলাম আকন্দ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ রাশেদ হায়দার নূরী, অধ্যাপক ড. মো. ইসমাইল জাবিউল্লাহ প্রমুখ।

সেমিনারে আশিকুল ইসলাম আকন্দ বলেন, ইন্টারনেট অব থিংস, সংক্ষেপে যাকে বলা হয় আইওটি সেটি নিয়ে বাংলাদেশে এখনো ব্যাপক পরিসরে গবেষণা শুরু হয়নি। দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে হলে আইওটি গবেষণার পরিধি বাড়াতে হবে। পৃথিবীর উন্নত দেশগুলো আইওটি গবেষণায় অনেকদূর এগিয়ে গেছে। তবে তাদের গবেষণাকে হুবহু অনুকরণ করে নয় বরং বাংলাদেশের সামস্যাগুলোকে বিচেনায় নিয়ে এখানে আইওটি গবেষণাকে সম্প্রসারিত করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

আশিকুল ইসলাম আকন্দ আরো বলেন, কৃষি, স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানী, উৎপাদনসহ বিভিন্ন খাতে আইওটি গবেষণাকে কাজে লাগানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা অনেক মেধাবী। তারা নিজের মেধাকে কাজে লাগিয়ে আইওটি গবেষণাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। আর এর মাধ্যমে দেশ উন্নত প্রযুক্তির দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Sharing is caring!

Leave a Comment