বৃত্তি নিয়ে চেক প্রজাতন্ত্রে পড়াশোনা

বৃত্তি নিয়ে চেক প্রজাতন্ত্রে পড়াশোনা

  • ক্যাম্পাস ডেস্ক

বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান করে থাকে ইউরোপের চেকপ্রজাতন্ত্র সরকার। অনার্স ও মাস্টার্স পড়ার জন্য এ স্কলারশিপ দেয় দেশটি। চার্লস ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদে এ সুযোগ পান শিক্ষার্থীরা।

যে বিষয়ে পড়তে পারেবেন : চার্লস ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত যেকোন বিষয়েই পড়ার সুযোগ পাবেন স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী।

যোগ্যতা:

১. অনার্স ও মাস্টার্সে আবেদনের করার জন্য প্রয়োজনীয় সাধারণ যোগ্যতা থাকতে হবে ।

২. শিক্ষাজীবনের কোনক্ষেত্রে দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

৩. এছাড়া ইংরেজী ভাষা দক্ষতা কোর্সে উল্লেখযোগ্য পার্ফরম্যান্স দেখাতে হবে।

যা দেয়া হবে : চার্লস ইউনিভার্সিটিতে অধ্যয়নকালে এককালীন ২০৫০ ইউরো অথাৎ
১ লাখ ৭৪ হাজার ৯৭২ টাকা বসবাসের ভাতা হিসেবে দেয়া হবে। স্কলারশিপপ্রাপ্ত সৌভাগ্যবান শিক্ষার্থীর প্রথম সেমিস্টারের টিউশনফি কর্তৃপক্ষ বহন করবে। পরবর্তী সেমিস্টারের খরচ শিক্ষার্থীকে নিজেই বহন করতে হবে। তবে চেক প্রজাতন্ত্রে শিক্ষার্থীদের জন্য পার্টটাইম চাকরির যথেষ্ট সুযোগ রয়েছে।

আবেদন করবেন যেভাবে : প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পরবর্তীতে সে আবেদনপত্রের প্রিন্টেড কপি প্রয়োজনীয় কাগজপত্রসহ বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় পাঠাতে হবে।

চেক প্রজাতন্ত্রে স্কলারশিপ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন : http://fsveng.fsv.cuni.cz/FSVEN-320.htmlfavicon59

Sharing is caring!

Leave a Comment