কমনওয়েলথ বৃত্তির আদ্যেপান্ত

কমনওয়েলথ বৃত্তির আদ্যেপান্ত

  • ক্যাম্পাস ডেস্ক

বাংলাদেশ থেকে প্রতি বছর মাস্টার্স, পিএইচডি, পোস্ট-পিএইচডি এবং সাময়িক (split site basis)- এই চারটি বিভাগে প্রায় ৩৫-৪০ জনকে বিভিন্ন বিষয়ে যুক্তরাজ্যে কমনওয়েলথ বৃত্তি প্রদান করা হয়।  চলুন এ বিষয়ে জানা যাক বিস্তারিত।


১. বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) এবং শিক্ষা মন্ত্রণালয়-এর ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় কমনওয়েলথ বৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রতি বছর আগস্ট–সেপ্টেম্বর মাসে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

২. বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্দিষ্ট সময়ের মধ্যে (সাধারণত ২-৩ সপ্তাহ) আপনাকে নির্ধারিত ছকে আবেদনপত্র, শিক্ষা সংক্রান্ত যাবতীয় সনদ, পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদির সত্যায়িত কপি ইউজিসি ভবনের নির্ধারিত কক্ষে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এছাড়া আবেদনপত্রের সাথে ৫ টাকার ডাকটিকেটযুক্ত একটি ৯.৫ʹʹ × ৪.৫ʹʹ আকারের খামে নিজের নাম ও ঠিকানা লিখে জমা দিতে হবে। আপনি মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হলে, এই খামে করে ‘ইউজিসি’ আপনাকে নিশ্চিতকরণ চিঠিটি প্রেরণ করবে।

৩. ‘ইউজিসি’ কর্তৃক নির্ধারিত প্রতিটি বিষয়ে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। এই সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয় ‘SSC+HSC+Bachelor/MSc/PhD’-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। ‘ইউজিসি’-এর প্রার্থী বাছাই অনেকটা এভাবে হয়ে থাকে:

এসএসসি = ৭%
এইচএসসি = ১৩%
স্নাতক = ৫০%
স্নাতকোত্তর = ১০%
মোট = ৮০%।

এভাবে ৮০% নম্বরের ভিত্তিতে, আপনাকে প্রাথমিকভাবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। বাকি ২০% = মৌখিক পরীক্ষা।

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত সকল প্রার্থীর নাম, পরীক্ষার স্থান, সময় এবং তারিখ ইউজিসির ওয়েবসাইটে প্রকাশিত হয়। এছাড়াও শুধুমাত্র তালিকাভুক্ত প্রার্থীদেরকে, খামে করে নির্ধারিত ঠিকানায় ডাকযোগে চিঠি পাঠানো হয়। তবে ক্ষেত্রবিশেষে আপনার দেয়া ঠিকানায় চিঠি না পৌঁছালেও, ওয়েবসাইট দেখে আপনি নিজের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেন।

৪. মৌখিক পরীক্ষার দিন আনুষ্ঠানিক/ ফরমাল পোশাক পরিধান করে যেতে হবে। সাধারণত কয়েকটি বিষয়ের মৌখিক পরীক্ষার জন্য একটি বোর্ড থাকে। ঐ বোর্ডের প্রধান থাকেন ইউজিসি-এর একজন মেম্বার। আরও প্রায় ৫-৮ জন প্রবীণ শিক্ষক থাকবেন।

৫. মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সাথে নিতে হবে- সকল পরীক্ষার Marks Sheets, Transcripts, Certificates, CV, Bachelor/MSc thesis, Publications, Job Experience Certificates, প্রবেশ পত্র, কলম ইত্যাদি।

৬. মৌখিক পরীক্ষার পরের দিনই ফল প্রকাশিত হয়।নির্বাচিত প্রার্থীদেরকে বলা হয়ে থাকে- ‘UGC Nominated Candidates’। তবে এটাই  চূড়ান্ত বাছাই পর্ব নয়।

৭. এরপর আপনাকে ইউজিসিতে গিয়ে একটি ফরম নিয়ে আসতে হবে। ওইখানে বিস্তারিত লেখা থাকবে, আপনি কিভাবে EAS (Electronic Application Systems)- এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদন করবেন।

৮. এই পর্যায়ে, আপনাকে অতি-দ্রুত (আনুমানিক ২ সপ্তাহ) EAS- এর অনলাইন ফর্ম পূর্ণ করে এবং প্রিন্ট নিয়ে UGC-তে গিয়ে ৫ সেট জমা দিয়ে আসতে হবে।

৯. এইভাবে ইউজিসিতে Hard Copy এবং অনলাইনে আবেদন পত্র জমা দেয়ার প্রায় ২-৩ সপ্তাহ পর British Council থেকে আপনার বাসার ঠিকানায় IELTS পরীক্ষা দেয়ার জন্য চিঠি আসবে। এরপর British Council-এ গিয়ে, আপনাকে তাদের নির্ধারিত সময় ও তারিখে Academic IELTS-এর জন্য রেজিস্ট্রেশান করতে হবে। এক্ষেত্রে UGC Nominated Candidate হওয়ায়, আপনাকে কোন রেজিস্ট্রেশান ফি দিতে হবে না।

১০. IELTS পরীক্ষা হয়ে যাবার পর, আপনার আর কিছু করণীয় নাই। শুধু চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা।

১১. অবশেষে, ২-৪ সপ্তাহ পর আপনি ই-মেইলের মাধ্যমে ‘Confirmation of Award’ পাবেন।এর মানে আপনি এখন ১০০% বৃত্তি পেয়েছেন।

১২. এরপর আপনাকে যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করতে হবে। একজন কমনওয়েলথ স্কলার হিসাবে আপনাকে ভিসা আবেদনের ফি দিতে হবে না!

১৩. ভিসা পেতে আপনাকে ১-৩ সপ্তাহ অপেক্ষা করতে হবে। ভিসা পেয়ে যাবার পর, বাংলাদেশের ব্রিটিশ কাউন্সিলে যোগাযোগ করবেন। তারা আপনার সুবিধামতো সময় এবং তারিখের প্লেনের ই-টিকেট পাঠিয়ে দিবে। আবারও একজন কমনওয়েলথ স্কলার হিসাবে আপনাকে বিনামূল্যে এই টিকেট দেয়া হবে!favicon59

Sharing is caring!

Leave a Comment