জাবিতে যুক্তিতর্ক

জাবিতে যুক্তিতর্ক

  • ক্যাম্পাস ডেস্ক

গোধূলিলগ্নে সূর্যাস্তের আলোকছটায় প্রকৃতি এক অপরূপ রূপে সেজেছে, জাহাঙ্গীরনগরে তখন সন্ধ্যা নেমেছে। ফোঁটা ফোঁটা বৃষ্টিতে মুক্তমঞ্চের লাল ইট হালকা ভিজছে। এরই মধ্যে কাঁচা কণ্ঠের আওয়াজ: ‘মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য। আপনার অনুমতিক্রমে এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করছি, সেটি হলো সুকুমারবৃত্তির বিকাশে আমাদের সামাজিকীকরণ প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন।’ এটি ছিল ষষ্ঠ আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার বিষয়। কিছুক্ষণ পরই বাঁধভাঙা উচ্ছ্বাস চ্যাম্পিয়নদের। সম্প্রতি শেষ হয়ে গেল যুক্তির আলোয় আলোকিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৬।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতর্ক চর্চার বটবৃক্ষ হিসেবে পরিচিত কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) আয়োজন করেছিল জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৬। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জেইউডিও ১২ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও জাতীয় পর্যায়ে বিতর্ক নিয়ে নিরলস কাজ করে চলেছে। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ‘বিতর্ক চলুক, আসুক যূথবদ্ধ আগামী’। ‘জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৬’ তিনটি অংশে অনুষ্ঠিত হয়।

ষষ্ঠ আন্তঃস্কুল, ষষ্ঠ আন্তঃকলেজ ও ১১তম আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় সারাদেশ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্তঃস্কুল পর্যায়ের ২২টি, আন্তঃকলেজ পর্যায়ের ২৭টি ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩১টি বিতার্কিক দল অংশগ্রহণ করেছে। ষষ্ঠ আন্তঃস্কুল, ষষ্ঠ আন্তঃকলেজ ও ১১তম আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে যথাক্রমে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নটর ডেম কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।favicon59-4

Sharing is caring!

Leave a Comment