স্কিল কম্পিটিশনে সেরা ড্যাফোডিল পলিটেকনিক

স্কিল কম্পিটিশনে সেরা ড্যাফোডিল পলিটেকনিক

  • ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

স্টেপ আয়োজিত জাতীয় পর্যায়ের স্কিল কম্পিটিশন-২০১৬ এর রিজিওনাল পর্যায়ে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের ‘ওয়্যারলেস ইলেক্ট্রিসিটি ট্রান্সফার সিস্টেম’ সেরা ৫-এ প্রথম স্থান অর্জন করেছে।

এর আগে স্টেপ নিবর্বাচিত দেশব্যাপি ১৬২ টি সরকারী ও বেসরকারী পলিটেকনিক শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও উদ্ভাবনী শক্তির বিকাশের জন্য মোট ১৩টি রিজিওনে ভাগ করে ‘স্কিল কম্পিটিশন-২০১৬’ আয়োজন করে। রিজিওন-২ এ মোট ১৮টি পলিটেকনিকের ৫৪টি প্রজেক্ট অংশগ্রহণ করে যার মাঝে সেরা সেরা ৫টি প্রজেক্ট পরবর্তিতে ন্যাশনাল কম্পিটিশন-২০১৬ তে অংশগ্রহণ করবে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment