চাকরির বাজার ও বাস্তবতা

চাকরির বাজার ও বাস্তবতা

  • ক্যারিয়ার ডেস্ক

বাংলাদেশের চাকরির বাজার: সাম্প্রতিক অবস্থা

  • চাকরি বাজার এর প্রকৃতি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। নতুন নতুন চাকরির ক্ষেত্র তৈরি হচ্ছে।
  • সেবা খাতের চাকরির বাজার খুব দ্রুত বাড়ছে (যেমন: টেলিকমিউনিকেশন, ব্যাংকিং, স্বাস্থ্য প্রভৃতি) । সেই সাথে বেতনও খুব দ্রুত বাড়ছে।
  • প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে কর্মস্থলের অবস্থানগত (local presence) গুরুত্ব হ্রাস পাচ্ছে।
  • স্থায়ী চাকরির (Permanent Job) সংখ্যা কমে যাচ্ছে . চাকরিদাতা এবং চাকরিপ্রার্থী উভয়ের সামনেই এখন অনেক পথ খোলা।
  • বৃহৎ প্রতিষ্ঠানের তুলনায় ক্ষুদ্র ও মাঝারী প্রতিষ্ঠানে (SME) চাকরির সুযোগ বেশী সৃষ্টি হয়েছে।
  • চাকরিজীবিরা এখন এক খাত (Industry / Sector) থেকে অন্য খাতে চাকরির পরিবর্তন করছে।
  • চাকরি দাতারা এখন চাকরিপ্রার্থী কতটুকু মূল্যের (Value) সেবা প্রদানে সক্ষম তার উপর ভিত্তি করে তার বেতন নির্ধারন করছে।

বর্তমানে চাকরির বাজারে ডিগ্রির চেয়ে দক্ষতাকে বেশী প্রাধান্য দেয়া হচ্ছে

  • ক্রেতা সন্তুষ্টিকে প্রাধান্য দেয়া হচ্ছে, কারণ ক্রমবর্ধমান প্রতিযোগিতার ফলে ক্রেতাদের সামনে এখন বাছাই করার অনেক সুযোগ রয়েছে।
  • নতুন নতুন যে দক্ষতাগুলো প্রয়োজন:
    • যোগাযোগের দক্ষতা ( Communication Skill )
    • ভাষাগত দক্ষতা ( Language Skill)
    • তথ্যপ্রযুক্তিতে দক্ষতা ( IT / Computer Skill)
    • পারষ্পরিক সম্পর্ক রক্ষার দক্ষতা (Interpersonal Skill)

চাকরিক্ষেত্রে পুরষ্কৃত হওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলী দক্ষতা:

  • পেশাদারিত্ব (Professionalism)
  • নতুন নতুন ব্যবসায়ের ক্ষেত্র উদ্ভাবন ( New Business Development & Innovation Skills )
  • উত্সাহ প্রদান দক্ষতা ( Motivation Skills )
  • নিজের কাজের উপর সুষ্পষ্ট জ্ঞান (In-depth knowledge on own workarea )
  • নিজের কাজের দক্ষতা উন্নয়নের আগ্রহ ( Eagerness for self development )

বাস্তবতা

দেশে হাজার হাজার মানুষ বেকার থাকা সত্বেও চাকরিদাতারা দক্ষ কর্মী পাচ্ছেন না।

সুযোগ

চাকরি পাবার আগে দক্ষতা বাড়ান ।

সূত্র: বিডি জবস ফোরামfavicon59-4

Sharing is caring!

Leave a Comment