চট্টগ্রামে উদ্যোক্তাদের প্রশিক্ষণ

চট্টগ্রামে উদ্যোক্তাদের প্রশিক্ষণ

  • ক্যারিয়ার ডেস্ক

ফিচার ও প্রতিবেদন লেখার দক্ষতা যত বৃদ্ধির মাধ্যমে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) উদ্যোক্তারা প্রয়োজনীয় তথ্য প্রান্তিক মানুষের কাছে সহজে তুলে ধরতে পারবে। এতে করে সচেতনতা বাড়বে। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আইসিটি বিভাগ ও তথ্যসেবা বার্তা সংস্থা আয়োজিত তৃণমূলের তথ্যজানালা কর্মসূচি আয়োজিত তিন দিনব্যাপী ইউডিসি-উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

 জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন, তথ্য যেমন মানুষকে ক্ষমতায়িত করে, অন্যদিকে তা জীবনমান ও আর্থ-সামাজিক উন্নয়ন ঘটায়। প্রশিক্ষণকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আউটসোর্সিং ও ই-কমার্সের প্রশিক্ষণ উদ্যোক্তাদের আয় বৃদ্ধির জন্য সহায়ক হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) হাবিবুর রহমান টিএসবির সহকারী সম্পাদক প্রতীক মাহমুদ।

তিন বছর মেয়াদি এ কর্মসূচির আওতায় ১০ হাজার ইউডিসি উদ্যোক্তাকে প্রশিক্ষণের মাধ্যমে ইনফোলিডার হিসেবে গড়ে তোলা হচ্ছে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment