হতে চাও আরজে ?

হতে চাও আরজে ?

  • ক্যারিয়ার ডেস্ক

নিজেকে রেডিও জকি (আরজে) হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে কমপক্ষে এইচএসসি পাস হতে হয়। বেতারের বিভিন্ন অনুষ্ঠান শুনতে হয়। কখনও কখনও নিতে হয় প্রশিক্ষণ। আসুন জেনে নেই রেডিও জকি (আরজে) হওয়ার কায়দা-কানুন।

সময়কাল : রেডিও জকি (আরজে) প্রশিক্ষণ কোর্সগুলো সাধারণত ২ থেকে ৩ মাসের হয়ে থাকে।

কারা প্রশিক্ষক : বিভিন্ন সরকারি বা বেসরকারি রেডিওতে কর্মরত রেডিও জকি (আরজে)।

কী শিখবেন : আরজেদের অভিজ্ঞতা, কলাকৌশল, উপস্থাপনের ধরন, শুদ্ধ উচ্চারণ সম্পর্কে ধারণা দেবেন তারা।

কার কাছে আবেদন : রেডিও জকি (আরজে) পদে আবেদন করতে হয় রেডিও স্টেশনের হেড অব প্রোগ্রাম বরাবর।

কোথায় পাবেন ঠিকানা : ইন্টারনেটে সার্চ দিলেই রেডিও স্টেশনগুলোর ঠিকানা পাওয়া যাবে।

কখন ডাক পাবেন : আবেদনের কয়েক মাসের মধ্যেই সাধারণত অডিশনের জন্য ডাক পাওয়া যায়।

গুণাবলী : অডিশনে যে কোনো বিষয়ে অনর্গল কথা বলা, বিভিন্ন শব্দের শুদ্ধ উচ্চারণ জানতে চাওয়া হয়। শুধু দ্রুততার সঙ্গে কথা বলতে পারলেই রেডিও জকি (আরজে) হওয়া যাবে না, গুণাবলীও থাকতে হবে। অডিশনে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারলেই স্বপ্ন পূরণ হতে পারে।

কাজের সময়সীমা : রেডিও জকিদের (আরজে) কাজের নির্ধারিত সময়সীমা নেই।

কেমন বেতন : চাকরির শুরুতেই ১৫-২০ হাজার টাকা বেতন দেয়া হয়। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে বাড়ে সুযোগ-সুবিধাও।

কোথায় শিখবেন : দুই মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু করতে যাচ্ছে বাংলাদেশ মিডিয়া অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং ইন্সটিটিউট (বিএমটিআই)। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।

কোর্স ফি : দুই মাসব্যাপী রেডিও জকি (আরজে) প্রশিক্ষণ কোর্সের ফি ধরা হয়েছে ৭৫০০ টাকা।

যোগাযোগ : বিএমটিআই, ৩৭৩ দিলু রোড, মগবাজার, ঢাকা-১২১৭। মোবাইল- ০১৮৭৫০১৮৫০৭, ০১৯৩৫২২৬০৯৮।

Sharing is caring!

Leave a Comment