৩ দিনেই শত কোটিতে শাহরুখের ‘ফ্যান’

৩ দিনেই শত কোটিতে শাহরুখের ‘ফ্যান’

  • তানভীর হায়াত খান

গত ১৫ এপ্রিল ভারতে প্রায় সাড়ে ৩ হাজার এবং ভারতের বাইরে প্রায় ১১ শ পর্দায় মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা ফ্যান। মুক্তির প্রথম তিন দিনে বিশ্বব্যাপী ১০০ কোটির ওপরে আয় করেছে সিনেমাটি।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমাগুলোর মধ্যে দ্রুত মাইল ফলক অর্জন করেছে সিনেমাটি। এর আগে অক্ষয় কুমার অভিনীত ‘এয়ারলিফট’ সিনেমার্টি ছিল চলতি বছরের সবচেয়ে দ্রুত ১০০ কোটির  ঘরে পৌছানো সিনেমা। ফ্যান সিনেমাটি প্রথম তিন দিনে শুধুমাত্র ভারতে আয় করেছে ৭৪.৭৯ কোটি রুপি (নিট ৫২.৩৫) এবং ভারতের বাইরে আয় করেছে ৪৩ কোটি রুপি। সব মিলিয়ে ৩ দিনে সিনেমাটির আয় দাড়িয়েছে ১১৭.৭৯ কোটি রুপি। এমনটিই জানিয়েছে ভারতীয় একটি সংবাদ মাধ্যম।

বলিউডের চেয়ে বাইরের দেশেই ভালো ব্যবসা করেছে ‘ফ্যান’ এ নিয়ে দেশের বাইরে শাহরুখের সাতটি সিনেমা প্রথম ৩ দিনে ৫০ লাখ রুপি আয় অতিক্রম করলো। এর আগে মাই নেম ইজ খান, রা-ওয়ান, ডন টু, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার এবং দিল ওয়ালে এ মাইলফলক অতিক্রম করেছিল।

মুক্তির পর থেকে দর্শক এবং সমালোচকদের কাছে থেকে ভালো সাড়া পাচ্ছে  সিনেমাটি। শুক্রবার মুক্তির প্রথম দিনে সিনেমাটির আয় ছিল ১৯.২০ কোটি রুপি। এরপর অবশ্য দ্বিতীয় দিনে আয় কিছুটা কমে যায়। শনিবার সিনেমাটি বক্স অফিসে তুলে নেয় ১৫.৪০ কোটি রুপি। রোববার ছুটির দিন হলেও ফ্যান বক্স অফিসে তুলেছে ১৭.৭৫ কোটি রুপি। সব মিলিয়ে ৫২.৩৫ কোটি রুপি। যদিও ফ্যান সিনেমাটির প্রথম তিন দিনের আয় শাহরুখের অভিনীত অন্যান্য সিনেমার চেয়ে কম তবুও প্রথশ সপ্তাহে সবচেয়ে বেশি আয়ের তালিকায় জায়গা করে নিতে সক্ষম হয়েছে ‘ফ্যান’।favicon59

Sharing is caring!

Leave a Comment