বড় পর্দায় ওবামার প্রেম কাহিনী

বড় পর্দায় ওবামার প্রেম কাহিনী

বিনোদন ডেস্ক : বড়পর্দায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেম কাহিনী। দর্শক দেখতে পাবেন মিশেলকে দেওয়া তার প্রথম চুম্বন।

নিজের চিত্রনাট্যে ‘সাউথসাইড উইথ ইউ’ নামের সিনেমাটি পরিচালনা করেছেন রিচার্ড তানে। ২৪ জানুয়ারি সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির প্রিমিয়ার হয়েছে। পেয়েছে ইতিবাচক প্রতিক্রিয়া। ‘সাউথসাইড উইথ ইউ’তে তরুণ বারাক ওবামা ও মিশেল ওবামার চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে পার্কার সয়ারস ও টিকা সাম্পটার।

সিনেমাটিতে ওবামা দম্পতির প্রেমের বিশেষ বিশেষ মুহূর্ত তুলে ধরা হয়েছে। ১৯৮৯ সালের এক বিকেলে তারা প্রথমবার ডেটে যান। একটি আইসক্রিম পার্লারের বাইরে প্রথমবারের মতো পরস্পরকে চুম্বন করেন। সে সময় ওবামা ছিলেন তরুণ অ্যাসোসিয়েট, মিশেল ছিলেন আইনজীবী। ওইদিন তারা স্পিক লির রোমান্টিক-কমেডি সিনেমা ‘ডু দ্য রাইট থিং’ দেখেন।

প্রথম প্রদর্শনীতে চেইন স্মোকার ওবামার চরিত্রে অভিনয়কারী পার্কার বেশ প্রশংসা পেয়েছেন। বলা হচ্ছে নিখুঁতভাবে তুলে ধরতে পেরেছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতিকে। ২০১৫ সালের জুলাইয়ে ‘সাউথসাইড উইথ ইউ’র বেশির ভাগ অংশের শুটিং হয় শিকাগোতে। এ সিনেমার মাধ্যমে পরিচালনায় নাম লেখালেন তানে। শিগগিরই সিনেমাটি বড়পর্দায় সবার জন্য উম্মুক্ত হবে। favicon59

Sharing is caring!

Leave a Comment