রিয়েল এস্টেট খাত বদলে দেবে ই-কমার্স

রিয়েল এস্টেট খাত বদলে দেবে ই-কমার্স

  • উদ্যোক্তা ডেস্ক

বাংলাদেশে বিপ্রপার্টি ডটকমের কার্যক্রম সম্প্রসারণ নিয়ে কাজ করতে সম্প্রতি বাংলাদেশ সফর করেন প্রতিষ্ঠানটির বৈশ্বিক প্রধান আর্থিক কর্মকর্তা মার্ক নসওয়ার্দি। এ সময় বাংলাদেশে বিপ্রপার্টি ডটকমের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, এ দেশে ই-কমার্স রিয়েল এস্টেট সাইটগুলোর ভবিষ্যৎ ইত্যাদি নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। মার্ক নসওয়ার্দি বলেন, ‘গত কয়েক বছর ধরেই আমরা বাংলাদেশে ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠানগুলোর পদচারণা লক্ষ্য করছি। ই-কমার্সভিত্তিক ব্যবসা এ দেশে প্রতিদিনই বাড়ছে। ই-কমার্সের ক্ষেত্রে বাংলাদেশ অনেক খাতে এগিয়ে গেলেও রিয়েল এস্টেট খাতে কিছুটা পিছিয়ে ছিল। পশ্চিমা দেশগুলোতে আমরা যে ধরনের রিয়েল এস্টেট এজেন্সি বা প্রপার্টি পোর্টাল দেখে বা ব্যবহার করে অভ্যস্ত, তা এখানে ছিল না।’ ‘আর ঠিক এ জায়গাতে কাজ করতে চায় বিপ্রপার্টি ডটকম। আমরা দুবাইসহ বিশ্বের আরও অনেক দেশে কাজ করি। সেই বৈশ্বিক অভিজ্ঞতাটা আমরা বাংলাদেশে স্থানীয় পর্যায়ে কাজে লাগাতে চাই’ তিনি বলেন।

এ দেশে তাদের চ্যালেঞ্জগুলো কী ধরনের হতে পারে জানতে চাইলে নসওয়ার্দি বলেন, ‘একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে গ্রাহক-সচেতনতা। আমাদের বড় একটি কাজ আমি মনে করি গ্রাহক পর্যায়ে অনলাইন রিয়েল এস্টেট এজেন্সি বা প্রপার্টি পোর্টাল কী এবং তার সুবিধাগুলো কী কী তা জানানো।’ বাংলাদশে বিপ্রপার্টি ডটকমের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে আমরা কাজ শুরু করি গত বছর। বর্তমানে আমরা ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে কাজ করছি এবং আমাদের পল্গ্যাটফর্মে ৪০ হাজারেরও বেশি প্রপার্টি রয়েছে। আমরা এই সংখ্যা বাড়াতে চাই এবং একই সঙ্গে বাংলাদেশের গ্রাহক পর্যায়ে রিয়েল এস্টেট এজেন্সি বা প্রপার্টি পোর্টালের ব্যবহারের সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়াতে চাই।’

বাংলাদেশে ই-কমার্সের ভবিষ্যৎ সম্পর্কে উচ্চাশা প্রকাশ করে মার্ক নসওয়ার্দি বলেন, ‘বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। অর্থনীতি বড় হচ্ছে। সাধারণ মানুষের মাঝে ই-কমার্সের ব্যবহার বাড়ছে। সব কিছু মিলিয়ে আমি মনে করি, ই-কমার্সে বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়াতে একটি বড় শক্তি হিসেবে উঠে আসতে পারে।’favicon59-4

Sharing is caring!

Leave a Comment