আজ ভারতের উদ্যোক্তারা ঢাকায় আসছেন

আজ ভারতের উদ্যোক্তারা ঢাকায় আসছেন

  • উদ্যোক্তা ডেস্ক

বাংলাদেশে বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী টাটাসহ ১০ শীর্ষ শিল্প পতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন আজ। সফরে টাটার বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল (ইজেড) নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। মূল ব্যবসা মোটরসহ টাটার বিভিন্ন পণ্য উৎপাদন করে শুল্কমুক্ত সুবিধায় ভারতে রফতানির সুবিধা নিতে এ দেশে ইজেড করতে চায় কোম্পানিটি। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন টাটা এসইজেডের ব্যবস্থাপনা পরিচালক অরুণ মিশ্র। তিন দিনের সফরে সরকারের নীতিনির্ধারক, সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের উদ্যোক্তার সঙ্গে বৈঠক করবেন তারা।

ভারতীয় বিনিয়োগ টানতে এসব উদ্যোক্তার সফর নিয়ে মূল যোগাযোগ করছে নবগঠিত বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ)। সংস্থার পরিচালক তৌহিদুর রহমান খান বলেন, আগামী বৃহস্পতিবার মতিঝিলে সংস্থার কার্যালয়ে ভারতীয় উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠকে বাংলাদেশের উদ্যোক্তারাও উপস্থিত থাকবেন। তিনি জানান, টাটার ইজেড ছাড়াও ভারতীয় উদ্যোক্তারা বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি, খনিজ, মেডিকেল সামগ্রী উৎপাদনে বিনিয়োগ করতে চান।

প্রতিনিধি দলে রয়েছেন-মেডিকেল গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান ইলেনবারি ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের এমডি পদ্মা আগরওয়ালা, খনিজসম্পদ উত্তোলনকারী প্রতিষ্ঠান সুরেন্দ্র মাইনিং ইন্ডাস্ট্রিয়ালের চেয়ারম্যান প্রদীপ্ত মোহান্তি। এ ছাড়া রয়েছেন শিল্প স্থাপনে পরামর্শক শিল্প সাথী ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্সির পরিচালক দেবব্রত চ্যাটার্জি, মোবাইল অ্যাপ ও কম্পিউটার প্রস্তুতকারক ভার্চুয়াল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনের সিইও অরজিত ভট্টাচার্য, ই-কমার্সের এম জাংশনের এমডি ভি ভার্মা, ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক কেএআইএলের সিওও ইন্দ্রজিৎ ঘোষ, নাট-বোল্ট প্রস্তুতকারক রয়েল বালাজি ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক রিতেশ আগরওয়াল, মেডিকেল সামগ্রী প্রস্তুতকারক ওআরবি বায়োট্রনিক্সের পরিচালক শিবশংকর প্রামাণিক ও বুলডোজার প্রস্তুতকারক ইইই ইন্ডিয়ার অংশীদার প্রীতিশ আর সাহা।

সূত্র: সমকালfavicon59-4

Sharing is caring!

Leave a Comment