বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় ২০জন নিহত, ৬৩ জিম্মি উদ্ধার

বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় ২০জন নিহত, ৬৩ জিম্মি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুর একটি হোটেলে বন্দুকধারীদের চালানো হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। হামলাকারীরা হোটেলের ভেতর বেশ কয়েকজনকে জিম্মি করেছে। আজ (১৬ জানুয়ারি) সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত হোটেলে উদ্ধার অভিযান চলছে। এ পর্যন্ত ৬৩ জন জিম্মিকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন আহত হয়েছে। সংবাদ : বিবিসি।

দেশটির যোগাযোগমন্ত্রী রেমি দান্দিজনো বলেন, হোটেলের ভেতরে কয়েকজন মারা গেছে। তবে তারা ঠিক কতজন, তা জানা যায়নি। ফ্রান্সের বিশেষ বাহিনীর সঙ্গে বুরকিনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে।

ওই হোটেলে জাতিসংঘের কর্মকর্তা ও পশ্চিমা দেশ থেকে আসা পর্যটকেরা থাকেন। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পর্যবেক্ষক দল বলছে, সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা ইন ইসলামিক মাগরেব এ হামলার দায় স্বীকার করেছে। তবে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিবিসি ও এএফপির খবরে জানানো হয়, স্থানীয় সময় গতকাল (১৫ জানুয়ারি) সন্ধ্যায় এ হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেশ কয়েকজন মুখোশ পরা বন্দুকধারী স্প্লেনডিড নামের ওই হোটেলে আচমকা হামলা চালায়। এর আগে হামলাকারীরা হোটেলের বাইরে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়।favicon5

Sharing is caring!

Leave a Comment