হিলারি ক্লিনটনের পাঁচটি অজানা তথ্য

হিলারি ক্লিনটনের পাঁচটি অজানা তথ্য

  • আর্ন্ত জাতিক ডেস্ক

হিলারি ক্লিনটন সারা বিশ্বে একটি আলোচিত নাম। তিনি মার্কিন রাজনীতিতে প্রথমে ফার্স্ট লেডি হন। এরপর সিনেটার এবং পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এভাবে হিলারি ক্লিনটন মার্কিন রাজনীতিতে নানামুখী দায়িত্ব পালন করেছেন। তবে আপনি কি জানেন, তিনি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন? আসুন তাহলে জেনে নেই হিলারি ক্লিনটনের পাঁচটি অজানা তথ্য:

তার কোডনেম ছিল `এভারগ্রিন`

  • হোয়াইট হাউজের দিনগুলিতে তার কোডনেম ছিল ‘এভারগ্রিন’। বাংলায় যার অর্থ দাড়ায় চির-সবুজ। মার্কিন সিক্রেট সার্ভিস দেহরক্ষীরা মিসেস ক্লিনটনের জন্য এই কোডনেম নির্ধারণ করেছিল। আর প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কোডনেম ছিল `ঈগল`।

গ্র্যামি পুরষ্কার বিজয়ী হিলারি

  • আমিরিকার সঙ্গীতের সবচেয়ে বড় পুরষ্কার হল গ্র্যামি অ্যাওয়ার্ড। ১৯৯৭ সালে হিলারি ক্লিনটন এই পুরৃষ্কার জেতেন। তবে তিনি এ পুরষ্কার জেতেন নন-মিউজিক্যাল ক্যাটেগরিতে। `ইট টেকস আ ভিলেজ` শিরোনামে হিলারি ক্লিনটন একটি বই লেখেন। যার অডিও সংস্করণের বদৌলতে তিনি গ্র্যামি অ্যাওয়ার্ড জেতেন। এই বইটি তিনি লেখেন শিশুদের বৃদ্ধি এবং শিক্ষা নিয়ে। হিলারি ক্লিনটন একজন ভালো মানের লেখিকা। তিনি বেশ কিছু বইও লিখেছেন।

রাজনৈতিক পদের লড়াইয়ে প্রথম ফার্স্ট লেডি

  • হিলারি ক্লিনটন ২০০০ সালে নিউ ইয়র্কের সিনেটর নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। সেবার তিনি বিজয়ীও হন। ২০০৬ সালেও একই পদের নির্বাচন করেন। সেবার তিনি বিপুল ভোটের ব্যবধানে পুনর্নিবাচিত হন।

রডহ্যাম, ক্লিনটন, নাকি রডহ্যাম ক্লিনটন?

  • হিলারির আগের নাম ছিল হিলারি রডহ্যাম। ১৯৭৫ সালের অক্টোবরে তিনি বিল ক্লিনটনকে বিয়ে করেন। তবে প্রথামত তখন তিনি স্বামীর পদবী গ্রহণ করেননি। এর কিছুদিন পর বিল ক্লিনটন যখন রাজনৈতিক পদ গ্রহণ করেন। আর তখন মিসেস ক্লিনটনকে হতে হয় হিলারি রডহ্যাম ক্লিনটন। তবে তার ইচ্ছা বিশ্বের কাছে তিনি হিলারি ক্লিনটন নামেই পরিচিত হবেন। গত বছর ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কখা জানান।

১৯৯৬ সালের পর থেকে গাড়ি চালাননি

  • ১৯৯৬ সালের পরে হিলারি ক্লিনটন কোনোদিন নিজে গাড়ি চালাননি। ২০১৪ সালে নিউ অর্লিয়েন্সে  ন্যাশনাল অটোমোবিল ডিলার্স অ্যাসোসিয়েশনের এক সম্মেলনে তিনি সবাইকে এ কথা জানান। কারণ হিসেবে বলেন তার জন্য সবসময় চালক বরাদ্ধ ছিল। হিলারি সেখানে আরো জানান, এজন্য তার মধ্যে খুব আক্ষেপ কাজ করে।

বিবিসি অনলাইন অবলম্বনে। favicon59

Sharing is caring!

Leave a Comment