গাঁজা সেবনকে বৈধতা দিচ্ছে কানাডা

গাঁজা সেবনকে বৈধতা দিচ্ছে কানাডা

  • আর্ন্তজাতিক ডেস্ক

কানাডার স্বাস্থ্যমন্ত্রী জেন ফিলপট জানয়েছেন, আগামী বছর থেকে গাঁজা সেবন ও বিক্রি বৈধ করে আইন প্রণয়ন করতে যাচ্ছে কানাডা।

নতুন এই আইনের মাধ্যমে কানাডায় বিস্তৃত পরিসরে এই মাদকের ব্যবহার হতে যাচ্ছে। যা পশ্চিমের অন্যান্য দেশগুলো থেকে ব্যতিক্রম হবে।  তবে শিশু ও অপরাধীদের এই আইনের বাইরে রাখা হবে বলেও উল্লেখ করেন জেন ফিলপট। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নির্বাচনী প্রচারণায় এই আইন করার অঙ্গীকার করেছিলেন বলে জানান বিবিসি।

যদি এই আইন পাশ করা হয় তাহলে দেশটির ফৌজদারি বিচার বিভাগের চাপ অনেক কমে যাবে বলে মন্তব্য করেছেন কানাডার একদল বিশেষজ্ঞদের।তবে এমন ধরনের আইনের বিরোধীতা করেছেন দেশটির রক্ষণশীল দলের আইনপ্রণেতা জেরার্ড ডেলটেল। তিনি বলেন, এই আইন বাস্তবায়িত হলে তার দেশের নাগরিকদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। তিনি আরো বলেন, ‘গাঁজা সেবনকে বৈধতা দেওয়া কানাডার তরুণ সমাজের উপর ব্যাপক খারাপ প্রভাব ফেলবে।’

Sharing is caring!

Leave a Comment