মিশরের বিমান ছিনতাই : জিম্মি ৭ জন

মিশরের বিমান ছিনতাই : জিম্মি ৭ জন

  • আর্ন্তজাতিক ডেস্ক 

মিসরের বিমান সংস্থা ইজিপ্টএয়ারের একটি বিমান ছিনতাই করেছে দুষ্কৃতকারীরা। ছিনতাই করার পরে বিমানটিকে সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।বিমানটিতে মোট ৫৫ যাত্রী ও সাতজন কর্মচারী ছিলেন।

রয়টার্স সর্বশেষ খবরে জানিয়েছে, ইজিপ্টএয়ারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ছিনতাইকারীরা বিমানের কর্মচারী ও পাঁচ বিদেশি ছাড়া বাকি সব যাত্রীকে ছেড়ে দিয়েছে। একজন মিসরের নাগরিকই বিমানটি ছিনতাই করেছে বলে জিানিয়েছে মিসরের সরকারি বার্তা সংস্থ্।

আজ মঙ্গলবার সকালে বিস্ফোরণের ভয় দেখিয়ে বিমানটি ছিনতাই করা হয়। এ সময় বিমানটি মিসরের আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাচ্ছিল।

এদিকে মিসরের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ওমর আল-গামাল জানিয়েছেন, ছিনতাইকারী শরীরে যাত্রীর বেশে ছিলেন এবং তার গায়ে বিস্ফোরক জড়ানো ছিল। বিস্ফোরণের ভয় দেখিয়ে বিমানটি ছিনতাই করা হয়। এরপর বিমানটিকে সাইপ্রাসের লারকানা বিমানবন্দরে অবতরণ করানো হয়।  favicon59

Sharing is caring!

Leave a Comment