প্রতিভাবান গাধা !

প্রতিভাবান গাধা !

  • ফিচার ডেস্ক

গাধাকে প্রতিভাহীন বলে তুচ্ছতাচ্ছিল্য করার দিন শেষ হয়ে এলো বুঝি! সম্প্রতি মিসরে এমন এক গাধার সন্ধান পাওয়া গেছে যে গাধা উঁচু কোনো স্থানে লাফ দিতে মোটেও ভয় পায় না। দুর্দান্ত এ সাহসী গাধার কীর্তিকলাপে মুগ্ধ তার গ্রামের মানুষজন। এ গাধার বাস কায়রো শহরের উত্তরে নীল নদের তীরের এক ছোট্ট গ্রামে।

কীভাবে ধরা পড়ল গাধার এই প্রতিভা?
একদিন সেচের খালের ওপর দিয়ে লাফ দেওয়ার সময় তার এ প্রতিভা ধরা পড়ে মালিকের কাছে। তারপর থেকেই শুরু হয় এর প্রশিক্ষণ। আর এখন সে লাফাতে রীতিমতো ওস্তাদ। গাধাটির মালিক ১৪ বছর বয়সী কৃষক আহমেদ আয়মান। তিনি বলেন, ‘শুরুতে ছোট ছোট বাধা পেরোলেও প্রতিদিনই আরও উঁচু উঁচু বাধা টপকাতে সক্ষম হচ্ছে সে।’

এখন আয়মান আর তার প্রিয় গাধার কাজ-ই হলো গ্রামে গ্রামে শিশুদের সামনে খেলা দেখানো। আর মজা পেয়ে শিশুরাও সব ছেড়ে ভিড় করছে গাধার এ লাফালাফি দেখার জন্য। গ্রামের অন্য বাসিন্দারাও ভিড় জমান গাধার লাফ দেখতে। আয়মান এ জন্য সমতল বরাবর কাঠ দিয়ে উঁচু করে একটি কৃত্রিম বাধা তৈরি করেছে। আর গাধাটি অনায়াসে তার ওপর দিয়ে লাফিয়ে চলে যায়। আয়মানের বিশ্বাস, একদিন তার গাধা ঘোড়ার চেয়েও ভালো লাফাবে।
সূত্র : এবিসি নিউজ।favicon59

Sharing is caring!

Leave a Comment