যৌথভাবে সুন্দরবন রক্ষা করবে বিজিবি-বিএসএফ

যৌথভাবে সুন্দরবন রক্ষা করবে বিজিবি-বিএসএফ

  • আন্তর্জাতিক ডেস্ক

সুন্দরবনের নিরাপত্তায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীবাহিনী বিজিবি ও বিএসএফ যৌথভাবে নজরদারির সিদ্ধান্ত নিয়েছে।গতকাল (১২ মার্চ) বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে সুন্দরবন রক্ষায় যৌথ মহড়ার সিদ্ধান্ত নেয় বিজিবি ও বিএসএফ। কর্মকর্তারা জানান, দুই দেশের সীমান্ত সংলগ্ন পানিপথে চলবে এই নিয়মিত মহড়া ও নজরদারি।

সুন্দরবনের টি-জংশন এলাকায় দুই দেশের কর্মকর্তারা এই আলোচনায় অংশ নেন। বৈঠক শেষে বিএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্রুত গতির স্পিডবোটের মাধ্যমে দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর জওয়ানরা সুন্দরবনের পানিপথে নজরদারি চালাবেন। সে ক্ষেত্রে বন্ধুত্বসুলভ পরিবেশে এই নজরদারিতে যাতে কোনো রকম ত্রুটি  না থাকে সেই বিষয় নিয়েই এদিন দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে আলোচনা চলে।favicon59

Sharing is caring!

Leave a Comment