কুষ্টিয়ায় চিকিৎসককে কুপিয়ে হত্যা, শিক্ষক আহত

কুষ্টিয়ায় চিকিৎসককে কুপিয়ে হত্যা, শিক্ষক আহত

  • শাহজাহান নবীন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় সানোয়ার হোসেন (৫৫) নামের এক হোমিওপ্যাথিক চিকিৎসক কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলার সময় সাথে থাকা সানোয়ার হোসেনের বন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান গুরুতর আহত হয়েছেন। আজ (২০ মে) সকাল ১০ টার দিকে কুষ্টিয়া সদর থানার কবুরহাট বটতৈল ইউনিয়নের শিশির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে।

সুত্র জানায়, প্রতি শুক্রবার হোমিও চিকিৎসক সানোয়ার হোসেন কুষ্টিয়া সদরের শিশিরমাঠে গত ১৫ বছর ধরে ফ্রি চিকিৎসা প্রদান করে আসছেন। বেলা ১০ টার দিকে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শিক্ষক সাইফুজ্জামনসহ সেখান যাচ্ছিলেন। তারা কুষ্টিয়ার কবুরহাটের বটতৈল এলাকায় পৌছালে তাদের চলন্ত মটর সাইকেলের গতিরোধ করে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীদের উপুর্যুপরি চাপাতির কোঁপে ঘটনাস্থলেই নিহত হন ডা. সানোয়ার হোসেন। হামলাকারীদের এলাপাতারি চাপাতির কোপে গুরুতর আহত হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুজ্জামান। স্থানীয়রা তাদের তাৎক্ষণিক উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তাপস কুমার সরকার সানোয়ারকে মৃত ঘোষণা করেন। এছাড়া ইবি শিক্ষক সাইফুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়।

ডা. তাপস কুমার বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সাইফুজ্জামানের অবস্থা এখনও আশঙ্কাজনক। তাই আমরা তাকে ঢাকাতে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়েছি।’

কুষ্টিয়া সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সাহাবুদ্দিন চৌধুরী বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত এবং নিহত দুজনের মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। এখনো থানায় কোনো মামলা হয়নি। পূর্ব শত্রুতার জেরে এ হামলা চালানো হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষকদের নিন্দা ও প্রতিবাদ

এদিকে এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরাম। হামলার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামীপন্থী শিক্ষকরা।

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. জাকারিয়া রহমান ও সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমান, প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের সভাপতি ড. মাহবুবুল আরেফিন ও সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে শিক্ষকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এছাড়া এ ঘটনায় শিক্ষক সমিতির সভাপতি ড. এমতাজ হোসেন ও সাধারণ সম্পাদক ড. অলীউল্লাহ স্বাক্ষরিত অপর এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান শিক্ষকরা। এঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রইউনিয়নসহ বেশ কয়েকটি সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।favicon59

Sharing is caring!

Leave a Comment