জমে উঠেছে হাজীপুর ইউপি নির্বাচন

জমে উঠেছে হাজীপুর ইউপি নির্বাচন

  • এস কে সারোয়ার, নরসিংদী

নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আগামী ২৮ শে ৫ম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ ইউনিয়নটি এবার নানাকারনে আলোচিত-সমালোচিত।

এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের হাজীপুর ইউপি নির্বাচনটা হবে মূলত ক্ষমতার লড়াই বনাম অস্তিত্বের লড়াই। এ নির্বাচ ঘিরে ভোটারদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

সকাল থেকে মধ্যরাত অবধি প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে চাইছেন ভোট। হচ্ছে ক্যাম্পিং। উঠান বৈঠকও।

হাজিপুর ইউনিয়নটি মূলত শিল্প এলাকা।এবারের নির্বাচনে ইউনিয়নটিতে চেয়ারম্যান প্রার্থী চারজন। এখানে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়াই করছেন হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব ইউসুফ খাঁন পিন্টু। অপরদিকে বিএনপির মনোনীত প্রার্থী হলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামিম সরকার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে মাঠে আছেন সাবেক মেম্বার, প্যানেল চেয়ারম্যান বাবু সুজিত সূত্রধর। আরেক স্বতন্ত্র প্রার্থী, বিগত নির্বাচনেও যিনি প্রার্থী হয়েছিলেন, মাহাবুব সরকার লড়ছেন আনারস প্রতীক নিয়ে।

তবে অনেক সাধারণ ভোটাররা মনে করেন এখানে লড়াইটা হবে মূলত ত্রিমুখী। কেউ কেউ আবার এও বলেন যেহেতু নির্বাচনের এখনো বাকী কয়েকদিন।তাই এখনো বুঝা যাচ্ছেনা, কার সাথে কার লড়াই হবে।

এব্যাপারে হাজীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন বেপারীর সাথে কথা বলে জানা গেছে এখনো যারা নৌকা প্রতীকের বাইরে গিয়ে দলের কথা অমান্য করছেন সময় মতো তারাও নৌকা প্রতীকের প্রার্থীর সাথে একাত্ব হয়ে কাজ করবেন।

এদিকে ধানের শীষ প্রার্থীর শামিম সরকারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কিছু বলতে রাজী হননি। তবে একজন সমর্থক দাবী করেন, হাজীপুর ইউনিয়নটি মূলত বিএনপির দূর্গ। আমরা এবারও নীরবেই তা প্রমাণ করবো।

অপরদিকে ইউনিয়ন আওয়ামীলীগের একটা অংশ কাজ করছেন স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার পক্ষে। জয়ের ব্যাপারে তারাও আশাবাদী।

হাজীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চরহাজীপুরের চকেরবাড়ী, চংপাড়া নিয়ে গঠিত। এখানে ১২৬৩টি ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন তিনজন মেম্বার ও একজন মহিলা মেম্বার।

মো. সবুর সিকদার,বর্তমান মেম্বার, তালাচাবি নিয়ে তিনি এবার নির্বাচনে প্রতিযোগীতা করছেন। অপরদিকে বয়সে অপেক্ষাকৃত তরুণ মো.  ছোবাহান খাঁন প্রতিদ্বন্দ্বীতা করছেন ফুটবল প্রতীক নিয়ে। প্রার্থী হিসেবে নবীন আব্দুল হালিম বেপারী মোরগ মার্কা নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। আর রয়েছেন এ ওয়ার্ডের একমাত্র মহিলা মেম্বার ফরিদা ইয়াছমিন।তিনি সূর্যমূখী ফুল প্রতীক নিয়ে লড়ছেন।favicon59

Sharing is caring!

Leave a Comment