বাংলাদেশের বই মিলছে আমাজনে

বাংলাদেশের বই মিলছে আমাজনে

  • সংবাদ ডেস্ক 

বাংলাদেশের বাইরে বসবাসরত বাংলাভাষী লেখকদের অনেকেই এখন তাঁদের বাংলা ও ইংরেজি ভাষায় লেখা বই আমেরিকাভিত্তিক পণ্য সরবরাহকারী সংস্থা আমাজন ডটকমের মাধ্যমে বিক্রি করছেন। বাংলাদেশের বাইরে বসবাসরত বাংলাদেশি পাঠকদের কাছে পৌঁছাতেই এ উদ্যোগ নিয়েছেন তাঁরা। সম্প্রতি কয়েকজন লেখক তাঁদের বাংলা ও ইংরেজি ভাষায় লেখা বই সারা বিশ্বে সরবরাহের জন্য তালিকাভুক্ত করে কমিউনিটির পত্রিকায় প্রচারের জন্য বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আমেরিকায় বসবাসরত বাংলাদেশের কবি তমিজ উদ্‌দীন লোদীর লেখা কবিতার বই অনিবার্য পিপাসার কাছে আমাজনের মাধ্যমে বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। একই কবির লেখা কবিতার বই আমাদের কোনো প্লাতেরো ছিল না, হাডসন স্ট্রিটের সুন্দরী ও হ্রেষাধ্বনির বাঁক বদল এবং অনুবাদ গল্প সংকলন শতাব্দীর সেরা আমেরিকার নির্বাচিত গল্প আগে থেকেই তালিকাভুক্ত ছিল।

ঊনবাঙাল নিউইয়র্কের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কাজী জহিরুল ইসলামের দুটি ইংরেজি কবিতার বই সম্প্রতি আমাজনে তালিকাভুক্ত হয়েছে। একটি তাঁর লেখা কবিতার সংকলন The Smell of Dust, অন্যটি তাঁর সম্পাদিত প্রবাসে অবস্থানরত বাংলাভাষী ৩৭ জন কবির কবিতা সংকলন Under The Blue Roof: Poems of Bengal Poets.

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ গ্রন্থে অন্তর্ভুক্ত কবিদের সবাই কোনো না কোনো কারণে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। কবিদের অনেকে নিজেই নিজের কবিতা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন; আবার কেউ কেউ সরাসরি ইংরেজিতেই লিখেছেন। অনেকে বাংলায় লেখা কবিতা অনুবাদে সাহায্য নিয়েছেন পেশাগত অনুবাদকের কাছ থেকে। এ প্রথমবারের মতো বাঙালি কবিদের এ রকম একটি সংকলন প্রকাশ করেছে আমাজন।’

এদিকে আমাজনের সাইটে খোঁজ নিয়ে দেখা গেছে, প্রকৃতপক্ষে কাজী জহিরুল ইসলামের বই দুটির প্রকাশক ঊনবাঙাল। আমাজন বই দুটোর বিপণন পোর্টাল, প্রকাশক নয়।

প্রসঙ্গত, নির্ধারিত ফি-এর বিনিময়ে বই ও নানা রকম পণ্য সরবরাহকারী সাইট আমাজন আমেরিকাবাসীদের কাছে বিপুল জনপ্রিয়। বাংলাদেশের কোনো কোনো লেখক ও প্রকাশক অনেক আগে থেকেই তাঁদের কিছু বই আন্তর্জাতিক বাজারে আমাজনের মাধ্যমে বিক্রি করে আসছেন। এ ছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত বাঙালি লেখকদের বই স্বাভাবিক নিয়মেই আমাজনে পাওয়া যাচ্ছিল। এর মধ্যে হার্পার কলিন্স পাবলিশার্সের সহযোগী প্রতিষ্ঠান হার্পার পেরেনিয়াল থেকে প্রকাশিত আনিসুল হকের ব্যালাড অব আয়েশা উল্লেখযোগ্য। একই লেখকের পালিম্পসেস্ট পাবলিশিং হাউস থেকে প্রকাশিত ফ্রিডমস মাদার ২০১২ সাল থেকেই আমাজন বিক্রি করছে। এ ছাড়া কানাডাবাসী বাংলাদেশি লেখক সুব্রত কুমার দাসের Rabindranath Tagore: Less Known Facts ও তাঁর অনূদিত Kazi Nazrul Islam: Selected Prose-এর কিন্ডেল সংস্করণ ২০১২ সাল থেকেই বিক্রি হচ্ছে। প্রকাশক হিসেবে নিউইয়র্কের মুক্তধারা ইনক দশ বছরেরও বেশি সময় ধরে আমাজনের মাধ্যমে বাংলাদেশের লেখকদের বই বিক্রি করে আসছেন। সম্প্রতি নিউইয়র্ক থেকে বইপোকা নামে একটি সংস্থাও বাংলাদেশি লেখকদের বই আমাজনের মাধ্যমে বই বিক্রি শুরু করেছেন।

সূত্র: প্রথম আলো

Sharing is caring!

Leave a Comment