গাইড থেকে প্রশ্ন : ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

গাইড থেকে প্রশ্ন : ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

  • নিউজ ডেস্ক

কুমিল্লা শিক্ষা বোর্ডের জেএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রের প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের দায়িত্ব পালনে অযোগ্যতা ও অবহেলার কারণে সংশ্লিষ্ট পাঁচ শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রশ্ন প্রণয়নকারী শিক্ষক হলেন ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল ওহাব এবং প্রশ্ন পরিশোধনকারীরা হলেন কুমিল্লা জিলা স্কুলের সহকারী শিক্ষক রিক্তা বড়ুয়া, কুমিল্লা ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছিমা খানম ও নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামিম আক্তার।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পাঁচ শিক্ষকের বিরুদ্ধে অবিলম্বে দুর্গম স্থানে বদলিসহ বিভাগীয় কার্যক্রম গ্রহণ করা হবে। শিক্ষা বোর্ডের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে প্রকাশিত গাইড বই থেকে প্রশ্ন করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  favicon59-4

Sharing is caring!

Leave a Comment