খুলনায় বিতর্ক কর্মশালা

খুলনায় বিতর্ক কর্মশালা

  • নিউজ ডেস্ক

বাংলাদেশের বিতর্ক আন্দোলন কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) খুলনা অঞ্চলের আয়োজনে গত শনিবার সকাল ৯টায় বিতর্ক ও সাংগঠনিক কর্মশালা খুলনা আইসিএমএবি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন এনডিএফ বিডি খুলনার পরিচালক ও আযম খান সরকারি কমার্স কলেজ ডিবেট ক্লাবের সভাপতি সৈয়দ শাহ নেওয়াজ আহমেদ। কর্মশালাটি পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালায়ের বিতার্কিক বি এম আফসান আক্তার এ্যানি, খুলনা পাবলিক কলেজের প্রভাষক মো. তাকদীরুল গনী ও যশোর মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান জহির ইকবাল নান্নু।

বক্তব্য দেন কর্মশালার আহ্বায়ক মো. মোসাব্বির হোসেন, এনডিএফ বিডি খুলনার সমন্বয়ক উসামা রাশেদ, আইসিএমএবি খুলনা ব্রাঞ্চের অ্যাডভাইজার ও কুয়েটের কম্পট্রোলার (অব.) মো. আলাউদ্দিন আকন্দ এফসিএমএ এবং আইসিএমএবি খুলনা শাখার ট্রেজারার ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের ডেপুটি ম্যানেজার এসএম জাকির হোসেন এসিএমএ।

কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ, আযম খান সরকারি কমার্স কলেজ, সরকারি মুহসিন কলেজ, সুন্দরবন কলেজ, কৃষি ইনস্টিটিউট খুলনা, খুলনা সকাররি কলেজ, সিটি কলেজ, নর্থ ওয়েস্ট্রার্ন বিশ্ববিদ্যালয়, খুলনা পাবলিক কলেজ, সরকারি মহিলা কলেজ, পাইনিয়র সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক বিতার্কিকের অংশগ্রহণে ক্যারিয়ার ও পাবলিক স্পিকিং, সংসদীয় ধারায় বিতর্ক প্রশিক্ষণ ও প্রত্যন্ত অঞ্চলে বিতর্ক ছড়িয়ে দেওয়ার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সূত্র: দৈনিক ইত্তেফাকfavicon59-4

Sharing is caring!

Leave a Comment