সম্পাদক পরিষদের  সংলাপে জেএমসির বিভাগীয় প্রধান

সম্পাদক পরিষদের  সংলাপে জেএমসির বিভাগীয় প্রধান

  • সংবাদ ডেস্ক

সাংবাদিকদের প্রতি অব্যাহত হুমকি ও ঝুঁকির মুখে তাদের নিরাপত্তায় নতুন নীতিমালা প্রণয়নের প্রয়োজন দেখা দিয়েছে। তাই সাংবাদিকদের টেকসই নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে একটি অভিন্ন নীতি কাঠোমো গড়ে তোলা প্রয়োজন। সম্পাদক পরিষদ আয়োজিত সংলাপে এমন মন্তব্য করেছেন এতে অংশ নেয়া সম্পাদক, সাংবাদিক, শিক্ষাবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সংলাপের একাডেমিক আলোচনায় প্রতিনিধিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ (জেএমসি) বিভাগের বিভাগীয় প্রধান সেলিম আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক কাবেরী গায়েন। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক আঞ্চলিক সংলাপ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়। সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম স্বাগত বক্তব্যে সাংবাদিকদের নিরাপত্তা প্রটোকলের বিষয়টি উপস্থাপন করেন। সংলাপে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের সাংবাদিক ও গণমাধ্যম বিশেষজ্ঞরা অংশ নেন। প্রবীণ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংলাপে আরো অংশ নেন ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্টের এশিয়ার আঞ্চলিক উপদেষ্টা শ্রীলঙ্কার রাংগা কালানসুরিয়া, ভারতের রানা আইয়ুব, যুক্তরাজ্যের মিডিয়া লিগ্যাল ডিফেন্স ইনিশিয়েটিভসের নির্বাহী প্রধান লুসি ফ্রিম্যান প্রমুখ।

জাতীয় দৈনিকসমূহের সংবাদ লিংক:

https://www.dhakatribune.com/bangladesh/dhaka/2018/07/12/editors-acknowledge-need-for-safety-protocol-in-newsrooms

https://www.thedailystar.net/backpage/journos-safety-outlets-need-common-guidelines-1604524

http://unb.com.bd/bangladesh-news/Editors-acknowledge-need-for-safety-protocol/75227

http://bd-pratidin.com/city/2018/07/13/344919

https://amaderorthoneeti.com/new/2018/07/06/220257/

https://www.jagonews24.com/mass-media/article/439370

http://www.kalerkantho.com/print-edition/news/2018/07/13/657404

http://www.ittefaq.com.bd/print-edition/last-page/2018/07/13/288680.html

http://www.m.mzamin.com/article.php?mzamin=125388

Sharing is caring!

Leave a Comment