ভারতকে হারিয়ে বাংলার মেয়েদের শুভসূচনা

ভারতকে হারিয়ে বাংলার মেয়েদের শুভসূচনা

  • স্পোর্টস ডেস্ক

তাজিকিস্তানে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক (দক্ষিণ ও মধ্যাঞ্চল) চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। তহুরা, মারিয়ার নৈপুণ্যে ৩-১ গোলে জয় পেয়েছে বাংলার মেয়েরা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, দলের জয়ে তহুরা দুটি ও মারিয়া একটি গোল করেন। ভারতের একমাত্র গোলদাতা সুস্মিতা।

তাজিকিস্তানের দুশানবের এভিয়েটর স্টেডিয়ামে আজ (২৬ এপ্রিল) ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে প্রথমার্ধের দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৩৪তম মিনিটে তহুরা দলকে এগিয়ে নেওয়ার পর ৪৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মারিয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতে তহুরা নিজের দ্বিতীয় গোলটি করলে স্কোরলাইন ৩-০ করে নেয় বাংলাদেশ। ৪৯তম মিনিটে সুস্মিতা লক্ষ্যভেদ করলেও কোণঠাসা ভারত শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি।

এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের গত আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে গ্রুপ পর্বে ভারতের সঙ্গে এগিয়ে গিয়েও ড্র করেছিল বাংলাদেশ। গত আসরের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

আগামী বৃহস্পতিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।favicon59

Sharing is caring!

Leave a Comment