বোতল ভরা টাটকা বাতাস

বোতল ভরা টাটকা বাতাস

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

দূষিত বাতাস তাই শ্বাসকষ্টে ভূগছেন ? কিংবা দূষিত বায়ুতে চারিদিকে ভরে গেছে, তাই একটু দূষণমুক্ত বাতাস খুঁজছেন ? কিন্তু কোথাও পাচ্ছেন না ! চিন্তার কোনো কারণ নেই। আধুনিক যুগে প্রযুক্তিরে কল্যণে আপনি এবার পকেটে বিশুদ্ধ বাতাস নিয়ে ঘুরতে পারবেন। আর এই বাতাস থাকবে বোতলের মধ্যে। আপনাকে শুধু বোতলের মুখ খুলে নাকে ধরতে হবে। তবেই আপনি সাথে সাথে বিশুদ্ধ বাতাস পেয়ে যাবেন।

কানাডীয় কোম্পানি ভারতের বাজারে বোতলজাত বিশুদ্ধ বাতাস নিয়ে আসছে। অবশ্য এর মধ্যে ওই কোম্পানি  চীনে তাদের ব্যবসা শুরু করে দিয়েছে। ভারতীয় মুদ্রায় প্রতি বোতল বিশুদ্ধ বাতাসের  দাম পড়বে মাত্র ১২ রুপি ৫০ পয়সা।

বিশুদ্ধ বাতাসের ব্যবসাকারী কোম্পানিটির নাম ভাইটালিটি এয়ার এবং কানাডার আলবার্টা প্রদেশে এটির ফ্যাক্টরি অবস্থিত। কোম্পানিটি তাদের ৩ লিটার একটি বোতলের দাম রাখছে ৭২৫ রুপি। এছাড়াও কোম্পানিটি ৮ কেজি বাতাসের দাম রাখছে ১ হাজার ৪০০ রুপি।

এই কোম্পানিটি গত বছর চীনের বাজারে প্রবেশ করে এবং সেখানে তারা ভালো ব্যবসাও করেছে। কোম্পানিটি প্রতিষ্ঠা করেছেন মজেস ল্যাম নামের এক ব্যাক্তি। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে গণমাধ্যমকে বলেন, আমরা ভারতের বাজারে প্রবেশ করতে চাই। কারণ চীনের চেয়ে ভারতে বায়ুদূষণের হার অনেক বেশি। তাই আমরা ধারণা করছি এখানেই আমাদের সবচেয়ে বড় বাজার তৈরি হবে। favicon59

Sharing is caring!

Leave a Comment