ইন্দোনেশিয়ার ইউএসএম বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিলেন ড্যাফোডিল চেয়ারম্যান

ইন্দোনেশিয়ার ইউএসএম বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিলেন ড্যাফোডিল চেয়ারম্যান

  • ক্যাম্পাস ডেস্ক

ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটি সারি মুতিয়ারায় (ইউএসএম) উদ্যোক্তা বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। গত ১৪ ডিডেম্বর ২০১৭ ইন্দোনেশিয়ার মেদানে অবস্থিত ইউএসএম বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে এক হাজারেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষকের সামনে তিনি এ বক্তব্য প্রদান করেন।

বক্তৃতায় মো. সবুর খান নিজের জীবনের শিক্ষা, অভিজ্ঞতা ও দর্শন তুলে ধরেন যা শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার গঠনে সামনের দিকে অগ্রসর হতে ও উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. মো. সবুর খান বলেন, ভবিষ্যতের নেতা ও স্মার্ট গ্রাজুয়েট হতে হলে নেতৃত্ব দক্ষতা অর্জন, সময়ের মূল্য উপলব্ধি করা, ক্লাসে নোট নেয়া, তথ্য-প্রযুক্তির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা, জীবনের লক্ষ্য নির্ধারণ করা, কাজের প্রতি বিশ্বস্ত থাকা, সুযোগ তৈরি করে নেয়া ও সুযোগ কাজে লাগানো, মা বাবার প্রতি যত্নশীল হওয়া ইত্যাদি গুণাবলী অর্জন করা আবশ্যক।

ইউএসএম বিশ্ববিদ্যালয়ের রেক্টর ড. ইভান এলিজাবেথ পুর্বার আমন্ত্রণে মো. সবুর খান বিশ্ববিদ্যালয়টি পরিদর্শনে যান এবং শিক্ষার্থীদের সামনে বক্তৃতা প্রদান করেন। এছাড়াও তিনি ইউএসএম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং ভবিষ্যৎতে শিক্ষার্থীদেরকে কী ধরনের সুযোগ সুবিধা প্রদান করা যায় সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যাক্তিদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি কর্মকর্তাদের সঙ্গে স্যুভেনির বিনিময় করেন।

উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে যৌথ সমন্বয়ের ভিত্তিতে ২০১৩ সালে পাঁচ হাজার শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে সারি মুতিয়ারা ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় প্রকল্প রয়েছে।

Sharing is caring!

Leave a Comment