চাকরি চলে গেলে কী করবেন?

চাকরি চলে গেলে কী করবেন?

  • ক্যারিয়ার ডেস্ক 

হঠাৎ করে চাকরি চলে গেলে আপনি কী করবেন? কথাটা শুনে অনেকেরই মুখ শুকিয়ে গেছে, অনেকেই দুশ্চিন্তায় ঘামতে শুরু করেছেন। আসলেই কী করবেন তা নিয়ে কিন্তু অনেকেই চিন্তা করেন না। যে কারও জীবন মুহূর্তের মাঝে উল্টে যেতে পারে এই একটি ঘটনায়। আপনি হয়তো ভাবছেন কখনোই আপনার চাকরি যাবে না। কিন্তু এ ব্যাপারে জেনে রাখাটা তো ভালো, তাই না? জেনে নিন চাকরি চলে যাবার পর কী করতে পারেন আপনি

১) প্যানিকড হবেন না। গভীর একটা নিঃশ্বাস নিন। এমন একটা সংবাদ পাবার পর মাথা ঠিক না থাকারই কথা। কিন্তু এ সময়ে ঝোঁকের বশে কিছু করবেন না। পরে আক্ষেপ করতে হতে পারে। কোনো একটা নির্জন জায়গায় গিয়ে নিজের আবেগ বশে আনুন।

২) চাকরি চলে গেছে বলেই ধরে নেবেন না আপনার কোনো সমস্যা আছে বা আপনার ওপরে ম্যানেজমেন্টের কোনো ব্যক্তিগত ক্ষোভ আছে। টেকনিক্যাল কোনো কারণেই হয়তো আপনার চাকরি চলে যেতে পারে। সুতরাং ম্যানেজমেন্টের ওপরে রাগ করে কিছু করে ফেলবেন না।

৩) এখনই কোনো ডকুমেন্টে সাইন করে বসবেন না। HR  থেকে যদি আপনাকে কোনো টার্মিনেশন লেটারে সাইন করতে বলা হয়, তাহলে সেটা বাসায় নিয়ে যান এবং ভালো করে পড়ে দেখুন।

৪) HR এর সাথে সব খুঁটিনাটি ব্যাপারে আলোচনা করে নিন। চাকরি চলে গেলে কিছু পরিমাণে সেভারেন্স পে পাওয়া যেতে পারে, এ ব্যাপারে জেনে নিন

৫) আপনার কম্পিউটার থেকে দরকারি ফাইল, ব্যক্তিগত তথ্য এসব সরিয়ে নিন এবং নিজের কাছে রাখুন।

৬) বস বা ম্যানেজারের সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে থাকলে তাদের কাছে রিকমেন্ডেশন চাইতে পারেন। আপনার পরের চাকরিতে তা কাজে লাগবে।

৭) ফোন করুন পরিবারের কোনো সদস্য অথবা কাছে কোনো বন্ধুকে। তারা আপনার মন খারাপটা কাটিয়ে আপনাকে সাহস জোগাবে।

৮) নিজেকে ভুক্তভোগী মনে করবেন না। নিঃসন্দেহে এই অভিজ্ঞতাটি বেশ ভয়ংকর। কিন্তু এটা নিয়ে বেশি হতাশ হলে আপনি জীবন নিয়ে অগ্রসর হতে পারবেন না।

৯) হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। অনেকেই চাকরি চলে যাবার পর অন্য সব প্ল্যান ক্যান্সেল করে মন খারাপ করে বসে থাকেন, কেউ কম বেতনের কোনো চাকরি নিয়ে ফেলেন, কেউ বা চুল কাটেন অথবা দাড়ি গজিয়ে ফেলেন। মাথা ঠাণ্ডা করুন তারপরে ভাবুন এমন কোনো সিদ্ধান্ত নেওয়া কী ঠিক হবে?

১০) মানসিকভাবে ঠাণ্ডা হয়ে নিন, এর আগে বেশি মানুষকে না জানানোই ভালো। “আমার চাকরিটা চলে গেছে!!!” এমন কোনো স্ট্যাটাস বা টুইট করবেন না।

১১) চাকরি চলে যাওয়া নিশ্চিত হলে আপনার রেজুমি আপডেট করে ফেলুন। এবার শুরু করুন নতুন করে চাকরি খোঁজা। আপনার জন্য রইলো শুভ কামনা।favicon59-4

Sharing is caring!

Leave a Comment