শিক্ষার প্রসারে ‘বিডিইয়াংস্টারজ’

শিক্ষার প্রসারে ‘বিডিইয়াংস্টারজ’

  • লিডারশিপ ডেস্ক

ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে আরও সক্রিয় ও বেগমান করার লক্ষ্যে এবার মাঠে নেমেছে একদল স্বপ্নবাজ তরুণ।তাদের টিম এর নাম বিডিইয়াংস্টারজ। এই স্বপ্নবাজ তরুণদের নেতৃত্ব  দিচ্ছেন সাব্বির সরকার।

তরুণদের এই জয়যাত্রাকে আরও বেগবান করতে অনুপ্রেরণা জাগিয়েছেন খোদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি তার ফেসবুক পেজ এবং নিজস্ব অ্যাকাউন্ট থেকে বিডিইয়াংস্টারজ একটি ভিডিও শেয়ার করে লিখেছেন “থিঙ্ক গ্লোবাল, অ্যাক্ট লোকাল”।

মন্ত্রীর কাছ থেকে এরকম একটি অনুপ্রেরণামূলক মন্তব্য পাওয়ার পর বিডিইয়াংস্টারজ টিমের  সাব্বির সরকার বলেন, “এতদিন আমার থিম ছিল থিঙ্ক বিগ মেইক ডিফারেন্স, কিন্তু এখন থেকে আমিও বলতে চাই “থিঙ্ক গ্লোবাল, অ্যাক্ট লোকাল”।

মাননীয় মন্ত্রী বিডিইয়াংস্টারজ এর যে ভিডিওটির মাধ্যমে তরুণদেরকে অনুপ্রেরণা জানিয়েছেন সেটি জাতীয় হ্যাকাথন চ্যাম্পিয়ন ২০১৬ এর একটি ইন্টারভিউ । উল্লেখ্য যে, জাতীয় হ্যাকাথন চ্যাম্পিয়নশিপ আয়োজন করে বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়।

বিডিইয়াংস্টারজ মূলত তাদের ফেসবুক পেজ ও ইউটিউব থেকে শিক্ষা উপকরণ প্রদান করে থাকে।

ফেসবুক পেইজ: https://www.facebook.com/sabbirthepresenter 

ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/channel/UCiIet-mX2J67_L8QLR5Cmvw

সূত্র: বাংলা ট্রিবিউনfavicon59

Sharing is caring!

Leave a Comment