রাসায়নিক হামলার আশঙ্কায় ফ্রান্স

রাসায়নিক হামলার আশঙ্কায় ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ হামলার পর দেশটিতে আবার হামলা হতে পারে। তবে এবারের হামলা হবে আরো ভয়ংকর। এবারের হামলায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার করতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস।

দেশটির জরুরি অবস্থা জারির মেয়াদ বাড়ানো বিষয়ে বৃহস্পতিবার পার্লামেন্টে সংসদ সদস্যদের উদ্দেশে তিনি এমন আশঙ্কার কথাই জানিয়েছেন। এ সময় ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের জারি করা জরুরি অবস্থার মেয়াদ তিন মাস পর্যন্ত বাড়ানোর অনুরোধ করেন তিনি। সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘ফ্রান্স সন্ত্রাসী হামলার শিকার। ইরাক ও সিরিয়ার যা হচ্ছে, সেটার কারণে কী এই হামলা হয়নি?।’

তিনি আরও বলেন, নতুন উপায়ে সন্ত্রাসীরা ও হত্যাকারীরা হামলা করতে পারে। এমনকি হামলায় রাসায়নিক অস্ত্র ব্যবহারেও পিছপা হবে না সন্ত্রাসীরা। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদও পার্লামেন্টে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর কথা বলেন। ফ্রান্সের সংবিধান অনুযায়ী, সংকটময় অবস্থায় দেশটির প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে ১২ দিনের জন্য জরুরি অবস্থা জারি করতে পারেন। তবে এর মেয়াদ ১২ দিনের চেয়ে বেশি করতে হলে ফরাসি পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন রয়েছে।

গত শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশেপাশের ছয়টি পৃথক স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। এসব হামলায় এ পর্যন্ত ১৩২ জন নিহত হওয়া ছাড়াও আহত হয়েছেন আরো চার শতাধিক। এদিকে এ হামলায় জড়িতেদের ধরতে ফ্রান্সের পাশের দেশ বেলজিয়ামে অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ওই অভিযান এখনো চলছে বলে বিবিসি জানিয়েছে। favicon

Sharing is caring!

Leave a Comment