চলছে কথা লিখে লিখে…

চলছে কথা লিখে লিখে…

  • ফিচার ডেস্ক

কথা বলা মানুষের জন্মগত স্বভাব-তা সে মুখেই বলুন আর ইশারায় বলুন। কিন্তু আজকালকার তরুণ-তরুণীরা মুখেও কথা বলেন না, ইশারাতেও বলেন না। তারা কথা বলেন লিখে লিখে।

ঠিক ধরেছেন। পদ্ধতিটির নাম টেক্সটিং!

যেদিন থেকে টেক্সটিং এসেছে বাজারে, মানুষের বকবক কিছুটা কমেছে, বা বেড়েছেও বলা যেতে পারে! ক্লাসরুম, অফিস মিটিং, সিনেমাহলঅর্থাৎ, যে সব জায়গায় জোরে জোরে কথা বলায় বাধা, সেখানে টেক্সটই একমাত্র উপায় তারও অনেক পরে তো মাঠেহোয়াট্সঅ্যাপনামক বস্তুটির আগমন এবং বাম্পার ফলন

51fe17761b4a09fdcccfaac536114c98বাসের জানলার সিটে মগ্ন, অফিসে কোণা মিললেই মাথা নিচু, মায় ফুটপাথে পর্যন্ত লোকের ঠেলা খেতে খেতে পদচারণা। হ্যাঁ, ‘হোয়াট্সঅ্যাপ’-এরকল্যাণেএমনটাই ছবি আশপাশের। কোথায় যেন একটা লেখা চোখে পড়েছিল, এই তো দিন আগেই। যার মর্মার্থ অনেকটা রকম, ‘আপনার হঠাৎ খুব ফূর্তি হলে খানিক নেচে নিন, দুঃখ হলেও তা করুন। ঘাবড়াবেন না, কেউ আপনাকে দেখছে না। সকলে নিজের ফোন নিয়ে ব্যস্ত।

আদতে তো বিষয়টা একেবারেই তাই। কথা যাচ্ছে কমে। মুখের বিশ্রাম। শুধু আঙুলগুলো খেটে যাচ্ছেটাচ স্ক্রিনে, কিপ্যাডে। গলি থেকে গলিতে, ঘর থেকে ঘরে, খাট থেকে সোফায়। তবে, তো কথাই। বরং আরও নিভৃতে। মনোবিজ্ঞানীরা জানাচ্ছেন, যে কোনও অভ্যাসই নেশার পর্যায়ে গেলে তা ক্ষতিকর। তবে, ‘টেক্সটিংঅর্থাৎ এসএমএস বা হোয়াট্সঅ্যাপ অনেক মুখচোরা মানুষকে বেশ খানিকটা স্বস্তি দিয়েছে। যাঁদের মনের মধ্যে ঘুরপাক খেয়ে মরে অজস্র কথা, স্রেফ প্রকাশে অস্বস্তি বলে মুখ ফোটে না, তাঁদের কাছেটেক্সটিংএকটা বিরাট ভরসার জায়গা

সেই সঙ্গে, ‘হোয়াট্সঅ্যাপতো এখন নানা কাজের ক্ষেত্রেও অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সৌজন্যেহোয়াট্সঅ্যাপ’-এর হরেক গ্রুপ। অফিসের গ্রুপ, বিজনেস গ্রুপ, যে কোনও প্রজেক্টে অংশগ্রহণকারীদের নিয়ে গ্রুপ। সেই সব গ্রুপে ঝটপট হয়ে যাচ্ছে তথ্য চালাচালি। মিটিংয়ের সময় থেকে পরিকল্পনায় কোনও বদলশুধু একটা গ্রুপে সংক্ষেপে একটু জানান দেওয়া। অমনি সে খবর ফোন থেকে ফোনে

তবে প্রবীণদের কিন্তু বড় অভিমান, ছেলেমেয়েরা, অল্পবয়সীরা জগৎ ভুলে সারা দিন ফোন নিয়েই মেতে থাকে। কথা নেই, দেখাসাক্ষাৎ নেই। কোন্ এক আজব দুনিয়ার বাসিন্দা যেন তারা সকলে! অবশ্য হাতের ছোঁয়ায় কথা বলার যে আরাম, তাতে ধীরে ধীরে বেশ ভালোই মজছেন প্রবীণেরাও। ফেসবুক, হোয়াট্সঅ্যাপ নিয়ে দিনের অনেকটা সময় দিব্যি কেটে যাচ্ছে তাঁদেরও

তবে সত্যিই যেন আরও ছুঁয়ে ছুঁয়ে থাকা। পরিবার তো এখন ছোট হতে হতে ছোটতর। ঘাড়ের উপরে চেপে বসা প্রোফেশনাল লাইফ ছুটিয়ে মারে। দুদণ্ড জিরোনোর সময় নেই কোথাও বসে। তাই হাতের মুঠোয় থাকা জিনিসগুলোই বেঁধে বেঁধে রাখে। মনটা বেশ খারাপ। পছন্দের মানুষটির প্রোফাইলে তাকে অনলাইন দেখাচ্ছে। টুকটাক কিছু হাল্কা কথা, দুচারটে স্মাইলি চালাচালিতে পলকে মন ফুরফুরে। হ্যাঁ অফিসে বসেও, যোজন দূরে থেকেও

শুধু একটাকী রে?’ তার পরে একদৃষ্টে তাকিয়ে থাকা। প্রান্ত থেকে উত্তর আসছে, লেখা উঠছে…..টাইপিং!favicon59

Sharing is caring!

Leave a Comment