শীতের ছুটি শেষে ইবি খোলা নিয়ে শঙ্কা

শীতের ছুটি শেষে ইবি খোলা নিয়ে শঙ্কা

শাহজাহান নবীন, কুষ্টিয়া : শীতকালীন ছুটি শেষে যথাসময়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) খুলবে কিনা এনিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তা ব্যাক্তিরা এখন পর্যন্ত ক্যাম্পাস খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এছাড়া ভিসি-প্রোভিসির পারস্পরিক দন্দ্বের কোনো সুরাহা না হওয়ায় এধরনের সংকট তৈরী হয়েছে বলে অধিকাংশ শিক্ষক মতামত দিয়েছেন।

জানা যায়, ছাত্রলীগের দু-গ্রুপের সংঘর্ষের ঘটনার জেরে শীতকালীন ছুটি এগিয়ে নিয়ে ১৯ ডিসেম্বর ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে প্রশাসন। ১৯ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী পর্যন্ত ক্লাস-পরীক্ষার ছুটি ঘোষণা করা হয়। এছাড়া ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ছুটি শেষে ৩ জানুয়ারি প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম শুরুর ব্যাপারে এখন পর্যন্ত প্রশাসনিক কর্তারা কোনো আলাপ আলোচনা করেননি বলে জানা গেছে। ফলে যথাসময়ে ক্যাম্পাস খোলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

এছাড়া ছাত্রলীগের দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ফলে ক্যাম্পাস বন্ধ হলেও বিবাদমান গ্রুপের নেতাদের সাথে সার্বিক বিষয়ে প্রশাসন কোনো ধরনের আলাপ-আলোচনা করেননি বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ফলে ক্যাম্পাস চালু হওয়ার পর কী ধরণের পরিস্থিতি তৈরী হবে তা নিয়ে রয়েছে ঘোর ধোঁয়াসা। এসব ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সিনিয়র শিক্ষক বলেন, যেহেতু অনাকাঙ্খিত ঘটনার জেরে ক্যাম্পাস বন্ধ হয়ে যায়, সেহেতু বিবাদমান ছাত্রদের দুটি গ্রুপ ও শিক্ষকদের সাথে আলোচনার মাধ্যমে ক্যাম্পাস চালুর পরিকল্পনা করা জরুরী। এছাড়া কোনো রকম পূর্ব আলোচনা বা সৃষ্ট সংকট সমাধান না করে ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত বোকামির শামিল বলেও মনে করেন অধিকাংশ শিক্ষক।

প্রোভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান বলেন, ‘ক্যাম্পাস যথাসময়ে খোলার ব্যাপারে কোনো ধরণের আলাপ-আলোচনার জন্য ভিসি মহোদয় আমাকে বলেননি। কাজেই আমি মনে করি ক্যাম্পাসের অবস্থা স্বাভাবিক ছিল এবং স্বাভাবিক ভাবে ঠিক সময়ে চালু হবে। আর এসব ব্যাপারে সকল সিদ্ধান্ত ভিসি মহোদয় নিবেন।’

এ ব্যাপারে উপাচার্য প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন- ‘ঘোষিত সময় অনুযায়ী ক্যাম্পাস খোলার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি সব ঠিক মতোই হবে।’favicon5

Sharing is caring!

Leave a Comment