নতুন সতর্কবার্তা নয়; সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতার আহ্বানে যুক্তরাষ্ট্র সাড়া দিতে প্রস্তুত: রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট

নতুন সতর্কবার্তা নয়; সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতার আহ্বানে যুক্তরাষ্ট্র সাড়া দিতে প্রস্তুত: রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট

নিউজ ডেস্ক: মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেছেন, নতুন করে যুক্তরাষ্ট্র কোনো সতর্কবার্তা দেয়নি। আগের বার্তাটাই শুধু নবায়ন করেছে। সংবাদ: ইত্তেফাক, প্রথম আলো।

আজ রবিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে আয়োজিত নারীর ক্ষমতায়ন ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বার্নিকাট আরও বলেন, বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ পুলিশ বাহিনীর সহযোগিতা সত্যিই সন্তোষজনক।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি নিউইয়র্কে দেওয়া বক্ততায় সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বানের কথা উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের সরকার এই ধরনের আহ্বানে সাড়া দিতে প্রস্তুত।

এর আগে গতকাল শনিবার বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটে নতুন সতর্কতা জারির বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি বার্তা হালনাগাদ করা হয়। তাতে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বাংলাদেশে মার্কিন নাগরিকদের ভ্রমণ এবং চলাচলে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়। favicon

Sharing is caring!

Leave a Comment